For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়লা জুন থেকে ২০০টি ট্রেন চালাবে রেল, তালিকা দেখুন একনজরে

  • By
  • |
Google Oneindia Bengali News

আগামী পয়লা জুন থেকে যে দূরপাল্লার ট্রেনগুলি ভারতীয় রেল চালাবে তার তালিকা এদিন বুধবার রাতে প্রকাশ করা হল। মোট ২০০টি ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বুকিং শুরু

বৃহস্পতিবার বুকিং শুরু

আগামী ১ জুন থেকে ট্রেনগুলি চলাচল শুরু করবে। তবে এর বুকিং শুরু হবে ২১ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে। এই ট্রেনগুলি সংরক্ষিত ট্রেন হবে। এবং এতে এসি, নন এসি, জেনারেল কামরা সবই থাকবে।

অনলাইনে টিকিট বুকিং

অনলাইনে টিকিট বুকিং

শুধুমাত্র অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে। সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময়ের রিজার্ভেশন পাওয়া যাবে বলে এদিন জানানো হয়েছে।

কোনও ওয়েটিং লিস্ট নয়

কোনও ওয়েটিং লিস্ট নয়

ট্রেনে আরএসি ও ওয়েটিং লিস্ট থাকলেও আগামী ১ জুন থেকে যে ট্রেনগুলো চলবে তাতে শেষ অবধি ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সফর করতে দেওয়া হবে না।

রেলমন্ত্রীর ঘোষণা

রেলমন্ত্রীর ঘোষণা

এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে এই ২০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন। আগামিদিনে এই পরিষেবা আরও কিছুটা বাড়ানো হবে বলে রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন।

ফেরি ২১ লক্ষ মানুষ

এর আগে রেলের তরফে ১৫ জোড়া শ্রমিক স্পেশাল ট্রেন এই মাসের শুরু থেকে চালানো হচ্ছে। তাতে বিভিন্ন জায়গায় আটকে থাকা পরিযায়ী শ্রমিক, ছাত্র, তীর্থযাত্রী ও পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৫৯৫টি শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে ২১ লক্ষ মানুষকে দেশের এক কোণ থেকে অন্য কোণে পৌঁছে দেওয়া হয়েছে।

 দিঘা থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজরদারি! ফনির থেকে ১০ গুণ বেশি ক্ষতি, বললেন শুভেন্দু দিঘা থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজরদারি! ফনির থেকে ১০ গুণ বেশি ক্ষতি, বললেন শুভেন্দু

English summary
Railways releases 200 Shramik special trains list amid Coronavirus lockdown, know in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X