For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ভারত জোড়ো যাত্রা, রয়্যাল এনফিল্ডে চড়ে ঘুরছেন মধ্যপ্রদেশ

রাহুলের ভারত জোড়ো যাত্রা, রয়্যাল এনফিল্ডে চড়ে ঘুরছেন মধ্যপ্রদেশ

Google Oneindia Bengali News

তিনি নিজের দিক থেকে যতটা পারছেন করে যাচ্ছেন। কংগ্রেসের হয়ে ১১০ শতাংশ দিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী। মরিয়া হয়ে নেমে পড়েছেন তিনি। হাঁটা থেকে শুরু করে ক্রিকেট খেলা তো কখনও আবার ক্যরাটে শেখানও আবার কখনও বিভিন্ন সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে মাতছেন উৎসবে। গত মাস দিনেক ধরে তিনি যে ভারত জোড়ো যাত্রা করছেন তাঁর ফল দিনের শেষে তিনি জানেন না। শুধু জানেন যে দেশের মানুষের সঙ্গে জনযোগ সেটা বৃদ্ধি করতে হবে দলের উপর মানুষের আস্থা বৃদ্ধি করতে। তাই তাকে দেখা যাচ্ছে বিভিন্ন অভিব্যক্তিতে।

দাড়িতে মাচো রাহুল

দাড়িতে মাচো রাহুল

যাত্রা যখন শুরু করেছিলেন তখন ছিল অল্প দাড়ি। আর এখন তাঁর গাল ভরতি বিশাল দাড়ি। দেখলে বোঝা দায় এই রাহুল গান্ধী কি সেই রাহুল গান্ধীই যাকে মানুষ এতদিন মানুষ দেখে এসেছে। মানুষ তাকে দেখেছে হয় একদম ক্লিন শেভ অবস্থায় আবার কখনও দেখেছে খোঁচা খোঁচা দাড়িতে।

ভিন্ন অভিব্যক্তি

ভিন্ন অভিব্যক্তি

আজ তাঁর ওই লুক দেখলে মানুষ চমকে যাচ্ছেন। তবে লুক বদলে গেলেও কংগ্রেসের হয়ে লড়া যে তিনি থামাচ্ছেন না তা তিনি দেখিয়ে দিয়েছেন। আর সেই থেকেই আজ তাকে যে অভিব্যক্তিতে দেখা গেল তাকে ওই অবতারে তাকে কোনও দিন দেখেনি দেশের মানুষ।

বাইকে চড়ে

বাইকে চড়ে

তাকে দেখা গেল বাইকে চড়ে ভারত জোড়ো যাত্রায় প্রচার করতে। না, এই বাইক অবতারে মানুষ কোনও দিন অন্তত রাহুল গান্ধীকে দেখা যায়নি। হ্যাঁ, তাকে দেখা গিয়েছে কালো চার চাকায়। হুড খোলা জিপে। কখনও সখনও হাটতে। তা বলে বাইক! না এমন ভাবে সত্যিই কোনও দিন দেখা যায়নি। যুব দলকে আকর্ষণ করতে তিনি রয়্যাল এনফিল্ড চড়ে ঘুরলেন। যুবদের আকর্ষণ করতেই তাঁর এই অবতারে আসা তা স্পষ্ট। বাংলায় ভোটের আগে পড়ে বিভিন্ন সময় মদন মিত্রকে এমন বাইক চড়ে, চালিয়ে ঘুরতে দেখা গিয়েছে। কার্যত তিনি এখন ইউথ আইকন। গান করেন নাচ করেন। তাকে দল নেত্রী নিজেই বলেন কালারফুল বয়।

নতুন লুকে রাহুল

নতুন লুকে রাহুল

তাহলে রাহুল গান্ধী? তিনি সব সময় সাদা জামা কাপড় পড়েন। এখন আবার এই যাত্রায় তাঁকে দেখা যাচ্ছে পাঞ্জাবির বদলে প্যান্ট টি শার্ট লুকে। তা পড়েই তিনি ভচালিয়ে দিলেন রয়্যাল এনফিল্ড। তাঁর যাত্রা এখন রয়েছে মোরাটাক্কাতে। তাঁর সঙ্গে আবার দেখা গিয়েছে বোন প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী রবার্ট বডরাকেও। রাহুলের এই যাত্রা এখনও পর্যন্ত গিয়েছে সাত রাজ্যের ৩৪ জেলায়। এর ফলাফল কী হবে তা বলবে সময়।

'ডিসেম্বরে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকবে', গড়ে দাঁড়িয়েই বোমা ফাটালেন শুভেন্দু 'ডিসেম্বরে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকবে', গড়ে দাঁড়িয়েই বোমা ফাটালেন শুভেন্দু

English summary
rahul gandhi in bharat joro yatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X