For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার নয় রাজ্যের এআইসিসি সচিব নিয়োগ করলেন। দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট বিবৃতি দিয়ে তা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার নয় রাজ্যের এআইসিসি সচিব নিয়োগ করলেন। দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট বিবৃতি দিয়ে তা জানিয়েছেন।

৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের

মেঘালয়ের জেনিথ সাংমাকে অরুণাচল প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। মেঘালয়ের চার্লস পাইনগ্রোপকে মনিপুরের দায়িত্ব, মেঘালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মনিপুরের ভিক্টর কেইসিংকে। মেঘালয়ের আম্পারিন লিংডোহকে মিজোরামের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অসমের প্রদ্যুৎ দেব বর্মনকে নাগাল্যান্ড, ত্রিপুরার প্রদ্যুৎ দেব বর্মনকে সিকিম, অসমের ভূপেন কুমার বোরাকে ত্রিপুরার, হিমাচলের সুধীর শর্মাকে জম্মু ও কাশ্মীরের ও অন্ধ্রপ্রদেশের সিরিভেল্লা প্রসাদকে তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর পাশাপাশি মধ্যপ্রদেশে নির্বাচন উপলক্ষ্যে মহেন্দ্র সিং বোধকে কংগ্রেস কমিটির অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এছাড়া তেলাঙ্গানায়ও ভোট রয়েছে। ফলে সেরাজ্যে ভক্ত চরণ দাসকে স্ক্রিনিং কমিটির চেয়ারপার্সন নিয়োগ করা হয়েছে। সঙ্গে কমিটিতে জ্যোতিমনি সেন্নিমালাই ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

তেলাঙ্গানায় কংগ্রেস, টিডিপি ও বামেরা মিলে জোট তৈরি করে ক্ষমতাসীন টিআরএসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে। তার সঙ্গে মধ্যপ্রদেশ সহ অন্য রাজ্যে কংগ্রেসের কী রণনীতি হয় সেটাই দেখার।

English summary
Rahul Gandhi appoints 9 new AICC secretaries for Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X