
ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! যোগ দেবেন জি-৭ শীর্ষ সম্মেলনে, যাবেন সংযুক্ত আরব আমীরশাহিতেও
বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জার্মানিতে জি ৭ (G 7) গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দেবেন। সেখানকার শীর্ষ সম্মেলনের আলোচনায় স্বাভাবিক ভাবেই ইউক্রেন সংকটের বিষয়টি উঠে আসবে। জার্মানি হয়ে তিনি যাবেন সংযুক্ত আবর আমীর শাহিতে (UAE)।

জার্মানিতে জি ৭-এর বৈঠক
বিশ্বের সাতটি ধনী দেশকে নিয়ে জি ৭ । বর্তমানে জার্মানি এর চেয়ারম্যান। এই গ্রুপে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী মোদী ২৬ ও ২৭ জুন জার্মানির চ্যান্সেলার স্কোলজের আমন্ত্রণে জি ৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
বৈঠকে হাজির থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিজেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে এবারের বৈঠকে শিক্ষা, পরিবেশ, শক্তি, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, গণতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। গুরুত্বপূর্ণ
বিষয়ে আন্তর্জাতি সহযোগিতা জোরদার করার উদ্দেশে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জার্মানিতে আলপাইন দুর্গও পরিদর্শন করবেন
প্রধানমন্ত্রী মোদী ২৬ ও ২৭ জুন দক্ষিণ জার্মানির শ্লোস এলমাই-এ আলপাইন দুর্গ পরিবর্তন করবেন বলে জানা গিয়েছে।

যাবেন সংযুক্ত আবর আমীরশাহিতে
ডি ৭ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী যাবে সংযুক্ত আরব আমীর শাহিতে। ২৮ জুন সেখানে প্রাক্তন শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়াবনের মৃত্যুতে ব্যক্তিগত শোক জানাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

গতমাসেও বিদেশ সফরে গিয়েছিলেন
গত ২ মে ভারত-জার্মানি ইন্টার গর্ভমেন্টাল কনসালটেশনস-এ ষষ্ঠ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেষবার জার্মানি গিয়েছিলেন।
এবার উলটপুরাণ, বিদ্রোহী শিন্ডে গ্যাং থেকে মুম্বইয়ে শিবসেনা শিবিরে ফিরলেই দুই বিধায়ক