For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ টাকা পর্যন্ত সস্তা হতে পারে Petrol-Diesel-এর দাম! কীভাবে জানলে চমকে উঠবেনই

পাঁচ টাকা পর্যন্ত সস্তা হতে পারে Petrol-Diesel-এর দাম! কীভাবে জানলে চমকে উঠবেনই

  • |
Google Oneindia Bengali News

গত প্রায় ১০০ দিনেরও বেশি হয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের দামে কোনও প্রভাব পড়েনি! যা সাধারণ মানুষের কাছে কার্যত বড়সড় ধাক্কা। সামনেই উৎসবের মরশুম। আর এই সময়ে জ্বালানির দাম এতটাই বেশি যে সমস্ত জিনিসের উপর এর প্রভাব পড়ছে। ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। দেশের সমস্ত শহরেই তেলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। তবে এই অবস্থায় খুব শীঘ্রই মানুষ স্বস্তি পেতে পারেন। এক ধাক্কায় তেলের দাম পাঁচ টাকা পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম কমার কারণে আগামী দিনে তেলের দাম কমতে পারে। আর তাতেই স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

সস্তা হবে পেট্রোল-ডিজেল!

সস্তা হবে পেট্রোল-ডিজেল!

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় দেশে পেট্রোল ও ডিজেলের দামের ওপর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ৭ মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৮ ডলারে পৌঁছেছে। ভারতে যেখানে তেলের দাম একেবারে আকাশ ছুঁয়েছে সেখানে বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দাম কমছে। প্রতি ব্যারেল প্রতি 90-85 ডলারের মধ্যে ক্রমাগত আটকে আছে। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

কমতে পারে আরও ক্রুড ওয়েলের দাম-

কমতে পারে আরও ক্রুড ওয়েলের দাম-

এনার্জি পর্যবেক্ষকরা মনে করছেন আগামীদিনে ক্রুড ওয়েলের দাম আগামিদিনে আরও কমতে পারে। অপরিশোধিত তেলের দাম কমার সুফল পেট্রোল ও ডিজেলের দামে পড়বে নিশ্চিত। পর্যবেক্ষকরা বলছেন, আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, আইআইএফএল-এর ভাইস প্রেসিডেন্ট (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্তা একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। চাহিদা হ্রাসের কারণে, এর দাম আগামী দিনে 85 ডলারে পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এর লাভ ভারতের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে। তেলের দাম অনেকটাই কমবে বলে আশা পর্যবেক্ষকের।

পাঁচ টাকা পর্যন্ত সস্তা হতে পারে-

পাঁচ টাকা পর্যন্ত সস্তা হতে পারে-

ভারতের তেলের বিপুল চাহিদা মেটাতে আমদানির উপরেই জোর দিতে হয় সরকারকে। 85% এর বেশি অপরিশোধিত তেল বাইরে থেকে সংগ্রহ করা হয়। অপরিশোধিত তেলের দাম কমলে তেলের দামও কমবে মনে করা হচ্ছে দেশের তেল সংস্থাগুলি এই বিষয়ে ভাববে। শুধু তাই নয়, পাঁচ টাকা করে দাম কমাতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর আবগারি শুল্ক কয়েক ধাপে কমিয়েছে। যার ফলে কিছুটা হলেও দেশে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। তবে এখনও দেশে মধ্যবিত্ত্যের আয়ত্তের বাইরে জ্বালানি। লিটারে কোথাও ১২০ টাকা তো আবার কথাও ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল!

চিনের নতুন ৩ চন্দ্রাভিযানের পরিকল্পনা, চাঁদের মাটিতে স্ফটিকের সন্ধানে চ্যালেঞ্জ নাসাকেচিনের নতুন ৩ চন্দ্রাভিযানের পরিকল্পনা, চাঁদের মাটিতে স্ফটিকের সন্ধানে চ্যালেঞ্জ নাসাকে

English summary
petrol and diesel may be cheaper by rupees 5 soon, as price of crude oil fell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X