For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিন পেল পিটার মুখার্জি, শিনা বোরা হত্যার সময় দেশে ছিলেন না বলে জানায় হাইকোর্ট

জামিন পেল পিটার মুখার্জি, শিনা বোরা হত্যার সময় দেশে ছিলেন না বলে জানায় হাইকোর্ট

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হল প্রাক্তন মিডিয়া অধিকর্তা পিটার মুখার্জির। তাকে শিনা বোরা হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্ট জানিয়েছে যে এই মামলার অন্যতম অভিযুক্তের বিরুদ্ধে মামলায় জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ব্যক্তিগত বন্ডে জামিন

ব্যক্তিগত বন্ডে জামিন

তবে, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) অনুরোধে হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য তার আদেশ স্থগিত করেছে যাতে সিবিআই এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারে। ২০১৫ সালের ১৯ নভেম্বর শিনা বোরা হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা পিটার মুখার্জির প্রাক্তন স্ত্রী ইন্দ্রানী মুখার্জি আগেই গ্রেফতার হয়েছিল। বিচারপতি নীতিন সামব্রে দু'‌লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পিটারের জামিন মঞ্জুর করা হয়। হাইকোর্টের আদেশে বলা হয়েছে যে এই অপরাধের সঙ্গে পিটার মুখার্জি জড়িত থাকার স্বপক্ষে কোনও প্রমাণ নেই।

ঘটনার সময় ভারতে ছিল না পিটার

ঘটনার সময় ভারতে ছিল না পিটার

বিচারপটি সামব্রে বলেন, ‘‌যখন এই ঘটনাটি ঘটে, তখন আবেদনকারী (‌পিটার মুখার্জি)‌ ভারতে ছিলেন না। এই মামলার শুনানি এখনও চলছে। আবেদনকারী চার বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন এবং তার সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে।'‌ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পিটার মুখার্জি যেন কোনওভাবেই এই মামলার সাক্ষী তথা তার মেয়ে বিধি, ছেলে রাহুল ও অন্য সাক্ষীদের সঙ্গে কোনও যোগাযোগ না রাখে। যদিও সিবিআইয়ের মতে, ইন্দ্রানী মুখার্জির সঙ্গে তার বর্তমান স্বামী পিটার মুখার্জি ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ষড়যন্ত্র করে শিনা বোরাকে হত্যা করেছে।

শিনা বোরা হত্যাকাণ্ড

শিনা বোরা হত্যাকাণ্ড

২০১২ সালের ২৪ এপ্রিল বছর ২৪-এর শিনাকে খুন করা হয়। ইন্দ্রানী মুখার্জির আগের সম্পর্কের কন্যা হল শিনা। ২০১৫ সালে ইন্দ্রানী মুখার্জির গাড়ির চালক সম্ভর রাই অন্য মামলায় গ্রেফতার হয় এবং পুলিশকে শিনা বোরার দেহ উদ্ধারে সহায়তা করে, তখনই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। সম্ভর রাই পরে এই মামলার অন্যতম সাক্ষী হয়। ইন্দ্রানী ও সঞ্জীব এরপরই গ্রেফতার হয় এবং তখন থেকে তারা জেলেই রয়েছে।

English summary
Peter Mukerjea was arrested on November 19, 2015 in the Sheena Bora killing case, in which his former wife Indrani Mukerjea is the main accused.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X