For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ৩৭০ ধারা বাতিল ব্যাখ্যা করলেন রাম মাধব! পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগার ইঙ্গিত

সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ায় লাদাখ ও জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি। এমনটাই দাবি করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

  • |
Google Oneindia Bengali News

সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ায় লাদাখ ও জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি। এমনটাই দাবি করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। যদিও, কাশ্মীর উপত্যকার বেশ কিছু ইস্যু রয়ে গিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের কার্যকারিতা সম্পর্কে কাশ্মীরের জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

কেন ৩৭০ ধারা বাতিল ব্যাখ্যা করলেন রাম মাধব! পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগার ইঙ্গিত

রাম মাধব বলেন, জম্মু ও কাশ্মীরের জম্মুর মানুষরা খুশি। কেননা তাঁরা দেশের বাকি অংশের সঙ্গে মিশে যেতে পেরেছেন। যদিও কাশ্মীর উপত্যকায় কিছু ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলির প্রতি নজর দেওয়া হবে এবং চূড়ান্ত সংবেদনশীলতার সঙ্গে সেই কাজ করা হবে।

বিজেপি নেতা বলেন, লাদাখের মানুষও খুব খুশি। তাঁরা আনন্দ করছেন, কারণ তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে। দলের কর্মসূচি উপলক্ষে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি।

রাম মাধব বলেন, এই সিদ্ধান্তের কার্যকারিতা সম্পর্কে কাশ্মীরের জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, কাশ্মীরের একটা বড় অংশের মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করছেন।

তিনি দাবি করেন, গত দুমাসে সেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কেননা সেখানে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি চলছে।

রাম মাধব বলেন, কখনই প্রত্যেক কাশ্নীরি দেশ বিরোধী ছিলেন না, প্রত্যেক কাশ্নীরি বিচ্ছিন্নতাবাদী ছিলেন না। তাঁরা অন্য সাধারণ দেশবাসীর মতো। তিনি আরও বলেন, ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, উন্নয়নের অধিকার দেওয়ার জন্য. রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য, মর্যাদাপূর্ণ জীবযাপনের অধিকার দেওয়ার জন্য।

রাম মাধব বলেন, সেখানে ২০০ বেশি নেতাকে আটক করে রাখা হয়েছে। সেখানে নেতানেত্রীদের পাঁচ তাঁরা হোটেলের মতো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যা অস্থায়ী ব্যবস্থা। কিন্তু রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০ মানুষ জেলে রয়েছেন দুমাস ধরে, আর পুরো রাজ্য শান্তিপূর্ণ রয়েছে।

English summary
People of Ladakh and Jammu are happy with the abrogation of Article 370, claims BJP's Ram Madhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X