For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ চিদাম্বরম, নিয়ে যাওয়া হল দিল্লির এইমস হাসপাতালে

আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমে তিহার জেল থেকে নিয়ে যাওয়া হল এইমস হাসপাতালে। পেটে অসহ্য যন্ত্রণার কারণেই তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের

Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমে তিহার জেল থেকে নিয়ে যাওয়া হল এইমস হাসপাতালে। পেটে অসহ্য যন্ত্রণার কারণেই তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে তাঁর শারিরীক পরীক্ষা করছেন চিকি‌ৎসকরা। সেরকম হলে হাসপাতালে ভর্তিও করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

অসুস্থ চিদাম্বরম, নিয়ে যাওয়া হল দিল্লির এইমস হাসপাতালে

গত ৫ সেপ্টেম্বর থেকে জেলে রয়েছেন চিদাম্বরম। তারপর থেকে জেল হেফাজতের মেয়াদ বেড়েই চলেছে। কোনএ ভাবেই জামিন পাচ্ছেন না তিনি। ৭৫ বছরের চিদাম্বরমকে তিহার জেলে না রেখে বাড়িতে গৃহবন্দি করে রাখার আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেসময় বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছিলেন। ভিআইপি বলে তাঁর আলাদা বন্দোবস্ত করা হবে না। যদিও তিহার জেলে আলাদা ভাবেই রাখা হয়েছে চিদাম্বরমকে। তাঁর সেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকী তাঁর কোনও শারীরিক সমস্যা হলে সঙ্গে সঙ্গে যেন চিকি‌ৎসকের পরামর্শ নেওয়া হয় তাঁরও নির্দেশ দিয়েছিল আদালত। এবং বাড়ির খাবার খেতে চাইলে সেটাও দিতে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
সোমবারই দিল্লি হাইকোর্টে তার জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। চিদাম্বরম প্রভাবশালী হওয়ায় তাঁকে জামিনে মুক্তি দিলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এমনই দাবি করেছিল আদালত।

English summary
P Chidambaram was taken to the AIIMS in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X