For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফল বদলের চেষ্টা হলে রক্ত ঝরবে! বিহারে বিরোধী শরিকের মন্তব্যে চাঞ্চল্য, দেখুন ভিডিও

বিহারের মহাগোটবন্ধনের অভিযোগ, লোকসভা ভোটের ফল পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এনডিএ-র পক্ষেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মহাগোটবন্ধনের অভিযোগ, লোকসভা ভোটের ফল পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এনডিএ-র পক্ষেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। একই সঙ্গে হুঁশিয়ারি রাস্তায় রক্ত ঝরবে। সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা।

ফল বদলের চেষ্টা হলে রক্ত ঝড়বে! বিহারে বিরোধী শরিকের মন্তব্যে চাঞ্চল্য, দেখুন ভিডিও

মহাগোটবন্ধনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। তাতে উপেন্দ্র কুশওয়াহা ছাড়াও হাজির ছিলেন, আরজেডির রাজ্য সভাপতি রামচন্দ্র পূর্ভে, রাজ্য কংগ্রেস সভাপতি মদনমোহন ঝা। এছাড়াও উপস্থিত ছিলেন জোটের অন্য নেতারা। তাঁরা অভিযোগ করেন, বুথ ফেরত সমীক্ষা বিভ্রান্তি কর। বিহারের বুথ ফেরত সমীক্ষার গড় করলে দেখা যাচ্ছে ৪০ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩০ টি আসন। বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে তাদের কর্মীদের মন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

কুশওয়াহা বলেন, আগে বুথ লুঠের কথা শোনা যেত। এবার শোনা যাচ্ছে ফল লুঠের কথা। যা একমাত্র ইভিএম-এর মাধ্যমেই সম্ভব হয় বলেও মন্তব্য করেছেন তিনি। এনিয়ে তিনি এনডিএ-র নেতাদের হুঁশিয়ারি দেন। যদি এরকম কোনও চেষ্টা করা হয়, তাহলে রাস্তায় রক্ত ঝড়বে বলেও মম্তব্য করেছেন তিনি। কুশওয়াহার দাবি, রাজ্যের বেশিরভাগ আসন তাঁরাই জিতবেন।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবরি দেবী সাংবাদিক সম্মেলনে উপস্থিত না থাকলেও, বিবৃতি জারি করে স্ট্রং রুমের বাইরে ইভিএম থাকার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও নির্বাচন কমিশনের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে। সরন-এ যেসব ইভিএম-এর কথা বলা হচ্ছে, কিংবা যে ছবি বাইরে এসেছে, তা গণনায় যুক্ত কর্মীদের ট্রেনিং-এর জন্য আনা হয়েছিল বলে জানানো হয়েছে।

English summary
Opposition in Bihar warned blood may spill on the streets if any attempts are being made to manipulate poll results.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X