For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়, হাল্কা ভাবে নিলেই মারাত্মক! মহামারী বিশেষজ্ঞের পাল্টা সতর্কবার্তা কেন্দ্রের

ওমিক্রন (Omicron) সাধারণ ঠান্ডা লাগা (Common Cold) নয়। ভুল ধারনা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকারের কোভিড সংক্রান্ত শীর্ষ পরামর্শদাতা (advisor) কে পাল এদিন এমনটাই জানিয়েছেন। প্রসঙ্গত একদিন আগেই দেশের শীর্ষ মহা

  • |
Google Oneindia Bengali News

ওমিক্রন (Omicron) সাধারণ ঠান্ডা লাগা (Common Cold) নয়। ভুল ধারনা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকারের কোভিড সংক্রান্ত শীর্ষ পরামর্শদাতা (advisor) কে পাল এদিন এমনটাই জানিয়েছেন। প্রসঙ্গত একদিন আগেই দেশের শীর্ষ মহামারী বিশেষজ্ঞ (epidemologist) ওমিক্রনকে ঠান্ডা লাগার মতো বলে মন্তব্য করেছিলেন। যা প্রত্যেককেই সংক্রমিত করবে বলেও মন্তব্য করেছিলেন ওই শীর্ষ মহামারী বিশেষজ্ঞ।

ওমিক্রন নিয়ে কেন্দ্রীয় সরকার

ওমিক্রন নিয়ে কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারের কোভিড টাস্কফোর্সের প্রধান ডক্টর পাল বলেছেন, ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়। কিন্তু এই ভুল ধারনা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। যা বন্ধ করা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। ওমিক্রনকে প্রতিরোধ করতে মাস্ক পরা ছাড়াও ভ্যাকসিন নেওয়ার ওপরেও জোর দিয়েছেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেছেন, এর সঙ্গে লড়াই করতে ভ্যাকসিন সাহায্য করে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

ভিন্ন মত প্রকাশ করেছিলেন আইসিএমআর-এর মহামারী বিশেষজ্ঞ

ভিন্ন মত প্রকাশ করেছিলেন আইসিএমআর-এর মহামারী বিশেষজ্ঞ

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের শীর্ষ মহামারী বিশেষজ্ঞ জয়প্রকাশ মুলিইল বলেছিলেন, মহামারী মোকাবিলায় এখনও পর্যন্ত যেসব নিয়মগুলি রয়েছে, সেগুলির পুনর্বিবেচনা প্রয়োজন। কেননা ওমিক্রন ডেল্টার তুলনায় অনেকটাই হাল্কা, ক্ষতিকারক নয়।
আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমোলজির চেয়ারপার্সন এবং মহামারী বিশেষজ্ঞ মুলিইল বলেছিলেন, ভাইরাল সংক্রমণ এখন ঠান্ডা লাগার মতো হয়ে গিয়েছে। যা স্বীকার করে নিতে হবে। পাশাপাশি তিনি বলেছিলেন, আমরা একটি বিশেষ ধারনার পিছনে ছুটছি।

সংক্রমণ বন্ধের উপায় নেই

সংক্রমণ বন্ধের উপায় নেই

ওমিক্রনের লক্ষণগুলি অনেক বেশি গুরুতর এবং অক্সিজেন বেডের চাহিদা বাড়ছে, কেননা এই ভ্যারিয়েন্ট জনসংখ্যার পিছনে ছুটছে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে শীর্ষ মহামারী বিশেষজ্ঞ বলেছিলেন, অতিমাত্রায় সংক্রমণযোগ্য ওমিক্রনকে রোখা প্রায় অসম্ভব। কিন্তু অধিকাংশ মানুষই জানবে না যে তাঁরা সংক্রমিত নয়।
তিনি আরও বলেছিলেন, ডেল্টার থেকেও ওমিক্রন বেশি সংক্রমণের ক্ষমতা রাখে। কিন্তু ফলাফল ভিনন্ন। খুব কম সংখ্যায় হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। এটি আর এখন ভয়ের নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। ওমিক্রনের এখন এমন একটি রোগ, যাতে মোকাবিলা করা যায়। এব্যাপারে মনোভাব পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেছিলেন তিনি। কতদিন আমরা ভয় নিয়ে চলব, প্রশ্ন করেছিলেন তিনি।

ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ওমিক্রন

ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ওমিক্রন

ভারতে এখন ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে এমিক্রন। কলকাতার পজিটিভিটি রেট ৬০% ছাড়িয়ে গিয়েছে। যা দেশের জেলাগুলির কিংবা শহরগুলির মধ্যে সব থেকে বেশি। মুম্বইয়ের পজিটিভিটি রেট ২৭%, দিল্লি ও চেন্নাইয়ের পজিটিভিটি রেট ২৩%।
এই পরিস্থিতিতে দেশে ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের শীর্ষ পরামর্শদাতা ডক্টর পাল। তিনি সাধারণ মানুষের কাছে ওমিক্রনতে হাল্কা ভাবে না নিতে পরামর্শ দিয়েছেন। কেননা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপরে এটি মারাত্মর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন।
ইউরোপে ওমিক্রনকে মহামারীর শেষের শুরু হিসেবে দেখা হচ্ছে। তবে একইসঙ্গে জানানো হয়েছে আমরা এখনও মহামারীর মধ্যেই আছি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! পাল্লা দিচ্ছে যমজ শহরের পজিটিভিটি রেটকলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! পাল্লা দিচ্ছে যমজ শহরের পজিটিভিটি রেট

English summary
Omicron is not commin cold, Centre warns on comments on epidemologist of ICMR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X