For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওবামার তাজমহল দর্শন: ৬০০ শ্রমিকের পরিশ্রমে সেজে উঠছে আগরা

Google Oneindia Bengali News

আগরা, ২৩ জানুয়ারি : মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা আসবেন আগরায়। আর তাই তাজমহলের আশপাশের এলাকা ঝাঁচকচকে করে তুলতে কর্মব্যস্ততা এখন তুঙ্গে। রাস্তার সাফসাফাই থেকে শুরু করে, রাস্তার জেবরা ক্রসিংয়ের সাদা দাগ, রাস্তার ধারের গরু সরানো থেকে রাস্তার কুকুর ধরা কত কাজ একদিনে।

তাজমহল প্রসঙ্গে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

এদিকে বৃষ্টির জলে একপ্রস্থ স্নান করে বেশ ঝকঝকে হয়ে উছেঠে তাজমহলের সাদা গা। ধুলো ধুয়ে গিয়েছে জলের তোড়ে। জলের স্পর্ষে নতুন প্রাণ পেয়েছে সবুজও। তাজমহল চত্বরের গাছগুলো যেন আরও সবুজ আরও সতেজ হয়েছে বৃষ্টির ছোঁয়ায়।

ওবামার তাজমহল দর্শন: ৬০০ শ্রমিকের পরিশ্রমে সেজে উঠছে আগরা

কিন্তু বৃষ্টির জেরে যে সমস্যার তৈরি হয়েছে তা হল, ঠিকা শ্রমিকরা পরিশ্রম করে তাজমহলের ধারের পাঁচিলগুলিতে যে রং করেছিল, তা কাঁচা থাকায় বেশ খানিকটা জলে ধুয়ে ফিকে হয়ে গিয়েছে। জলে ধুলো ধুয়ে গেলেও ভিজে মাটিতে আরও বেশি করে ধুলো এসে জড়ো হবে।

এদিকে রাস্তা সাফাইয়ের জন্য একেবারে উঠেপড়ে লেগেছে আগরা পুরসভা। তাজমহল এবং বিমানবন্দর থেকে ভিআইপি রোড হয়ে ফতেহাবাদ রোড চলছে সাফাই কর্মযজ্ঞ। ৬০০ সাফাইকর্মীকে কাজে লাগানো হয়েছে। কর্মীদের দৈনন্দিন ৩০০ টাকা বেতন দেওয়া হচ্ছে।

রাস্তার পাশাপাশি যমুনা নদীতেও সাফাই অভিযান চালানো হচ্ছে। মাত্র ২ দিনে যমুনা নদী থেকে ২ টন জঞ্জাল সাফ করা হয়েছে বলে সাফাই অভিযানের দায়িত্বে থাকা সুরেশ চাঁদ জানিয়েছেন।

তাজমহল চত্বরে ডজন খানের মহিলা দালান ও দেওয়ালে ঘষাঘষির কাজ করছে। প্রায় ৩০০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। আগরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জলপথেও নৌকা করে পুলিশ নজরদারি চালাবে।

English summary
Obama Visit: With the help of 600 workers, Taj Mahal spruced up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X