For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষায় ফল ভালো করেনি মুখে কালি দিয়ে ছাত্রীকে স্কুলে ঘোরালেন শিক্ষিকা

পরীক্ষায় ফল ভালো করেনি, মুখে কালি দিয়ে ছাত্রীকে স্কুলে ঘোরালেন শিক্ষিকা

Google Oneindia Bengali News

পরীক্ষায় ভাল ফল না করায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে জোর করে স্কুল চত্ত্বরে হাঁটানো হল। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। ওই স্কুলের এক শিক্ষিকা এই শাস্তি দিয়েছে ছাত্রীকে। এই ঘটনার পর ওই ছাত্রীর পরিবার পুলিশের কাছে স্কুল ও ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোমবার হিসারে এই ঘটনার প্রতিবাদে মঞ্চ করে বিক্ষোভ দেখায় ছাত্রীটির পরিবার।

ফল ভালো করেনি, মুখে কালি দিয়ে ছাত্রীকে স্কুলে ঘোরালেন শিক্ষিকা


ন’‌বছরের ছাত্রীর বাবা স্কুলটি বন্ধ করে দেওয়ার দাবি তুলে বলেন, '‌আমার মেয়ে পরীক্ষায় কম নম্বর পেয়েছিল, যে পরীক্ষাটি ৬ ডিসেম্বর হয়। এক শিক্ষিকা আমার মেয়ের মুখে কালো রঙ দিয়ে গোটা স্কুলে ঘোরায় এবং তাকে অসম্মান করে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে স্কুলটি বন্ধ করে দেওয়া হোক। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং সে যদি কোনও প্রশ্নের উত্তর না লিখতে পারে তবে তার সঙ্গে এ ধরনের আচরণ করা ঠিক না।’‌

জানা গিয়েছে, ওই শিক্ষিকা কালো রঙের স্কেচ পেন দিয়ে মেয়েটির মুখে কালি লাগায় এবং জোর করে তাকে স্কুলের ভেতরে হাঁটায়। ষষ্ঠ শ্রেণীর বেশ কিছু ছাত্রী অভিযোগ করে যে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছাড়াও ২–৩জন ছাত্রীকেও পরীক্ষায় ভালো ফল না করায় এভাবেই শাস্তি দেয় ওই শিক্ষিকা। পুলিশ এ বিষয়ে জানিয়েছেন যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তা প্রমাণিত হলে দোষীকে শাস্তি দেওয়া হবে।

English summary
not well result in exam hisar students forcely walked class 4 student
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X