For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু পরাগ আগরওয়াল নন, এই ভারতীয়রাও গ্লোবাল টেক প্রধান হিসাবে গর্বিত করছেন দেশকে

এই ভারতীয়রাও গ্লোবাল টেক প্রধান হিসাবে গর্বিত করছেন দেশকে

Google Oneindia Bengali News

সোমবারই জ্যাক ডর্সি টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করার পরই ৩৭ বছরের ভারতীয় বংশোদ্ভুত আইআইটিয়ান পরাগ আগরওয়ালকে টুইটারের সিইও পদে নিয়োগ করা হয়। পরাগ এতদিন মুখ্য প্রযুক্তিগত অফিসার হিসাবে ছিলেন এখন তাঁকে টুইটারের সিইও পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গুগলের মাথায় বসে থাকা আর এক ভারতীয় বংশোদ্ভূত টেক সিইও সুন্দর পিচাইয়ের মতোই পরাগ আগরওয়ালও আইআইটির ছাত্র ৷ মিষ্টভাষী মানুষটি আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী ৷ ৩৭ বছরের পরাগকে বেশ পছন্দ করতেন জ্যাক ডর্সিও ৷ টুইটারের শীর্ষতম পদে যাওয়ার জন্য এই বিষয়টিও পরাগের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ৷ বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থার শীর্ষে থাকা ভারতীয়দের তালিকায় পরাগ আগরওয়ালও এবার নতুন সদস্য হিসাবে যোগ দিলেন। আসুন দেখে নেওয়া যাক তালিকায় থাকা ভারতীয়রা কোন কোন সংস্থায় রয়েছেন।


পরাগ আগরওয়াল–টুইটার

পরাগ আগরওয়াল–টুইটার

আইআইটি মুম্বই ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ৩৭ বছরের পরাগ আগরওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন এবং ২০২১ সালে টুইটারের সিইও পদের দায়িত্ব পান।

সত্যা নাদেল্লা–মাইক্রোসফট

সত্যা নাদেল্লা–মাইক্রোসফট

হায়দরাবাদে জন্মগ্রহণ করা সত্যা নাদেল্লা ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও পদে যোগ দেন। এর আগে এই পদে ছিলেন স্টিভ বালমার। এ বছর তিনি এই সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করে।

সুন্দর পিচাই–গুগল

সুন্দর পিচাই–গুগল

মাদুরাইয়ের বাসিন্দা ৪৯ বছরের সুন্দর পিচাই ২০১৫ সালে গুগলের সিইও পদ পান। ২০০৪ সালে তিনি এই সংস্থায় যোগ দিয়েছিলেন।

শান্তনু নারায়েণ–অ্যাডোব

শান্তনু নারায়েণ–অ্যাডোব

২০০৭ সালে শান্তনু নারায়েন অ্যাডোবের সিইও হিসাবে যোগ দেন। এর আগে তিনি ২ বছরের জন্য মুখ্য অপারেটিং অফিসার হিসাবে যোগ দিয়েছিলেন। ১৯৯৮ সালে তিনি এই সংস্থায় যোগ দেন। তিনি হায়দরাবাদে জন্ম নেন এবং এখানেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেন।

অরবিন্দ কৃষ্ণা–আইবিএম

অরবিন্দ কৃষ্ণা–আইবিএম

৩০ বছর সংস্থায় দায়িত্ব পালনের পর আইআইটিয়ান অরবিন্দ কৃষ্ণা সিইও হিসাবে দায়িত্ব পান আইবিএমের। এরপর ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি চেয়ারম্যান পদের দায়িত্ব পান।

সঞ্জয় মেহরোত্রা–মাইক্রোন টেকনোলজি

সঞ্জয় মেহরোত্রা–মাইক্রোন টেকনোলজি

২০১৭ সাল থেকে মাইক্রোন টেকনোলজির সিইও পদে রয়েছেন সঞ্জয় মেহরোত্রা, সানডিস্কের সহ-প্রতিষ্ঠাতা হলেন সঞ্জয় এবং ওয়েস্টার্ন ডিজিটাল দ্বারা অধিগ্রহণ না হওয়া পর্যন্ত এর চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন তিনি।

নিকেশ অরোরা–পালো অল্টো নেটওয়ার্ক

নিকেশ অরোরা–পালো অল্টো নেটওয়ার্ক

বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নিকেশ অরোরা পালো অল্টো নেটওয়ার্কের সিইও পদ পান ২০১৮ সালে। এর আগে তিনি গুগল ও সফটব্যাঙ্কে কাজ করেছেন।

জয়শ্রী উল্লাল–অ্যারিস্টা নেটওয়ার্ক

জয়শ্রী উল্লাল–অ্যারিস্টা নেটওয়ার্ক

২০০৮ সাল থেকে জয়শ্রী উল্লাল অ্যারিস্টা নেটওয়ার্কের সিইও হিসাবে রয়েছেন। এর আগে তিনি এএমডি ও সিসকোর সঙ্গে কাজ করেছিলেন। তিনি সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে স্নাতক এবং সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

জর্জ ক্যুরিয়ান–নেটঅ্যাপ

জর্জ ক্যুরিয়ান–নেটঅ্যাপ

প্রিন্সটন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জর্জ ক্যুরিয়ান ২০১৫ সালে ডেটা স্টোরেজ কোম্পানি নেটঅ্যাপ-এর সিইও এবং প্রেসিডেন্ট হন।

রেবতী অদ্বিতী–ফ্লেক্স

রেবতী অদ্বিতী–ফ্লেক্স

বিআইটিএস পিলানির প্রাক্তন ছাত্র রেবতী অদ্বিতী ২০১৯ সালে আমেরিকান বহুজাতিক ইলেকট্রনিক্স প্রস্তুতকারক ফ্লেক্স-এর সিইও পদো নিযুক্ত করা হয়েছিল।

অঞ্জলি সুদ–ভিমিও

অঞ্জলি সুদ–ভিমিও

অঞ্জলি সুদ ২০১৭ সালে ভিমিও-এর সিইও হন। তিনি ২০১৪ সালে এই সংস্থাতে যোগদান করেন। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল এবং হাভার্ড বিজনেস স্কুল থেকে ডিগ্রি অর্জন করেন।

ছবি সৌ:টুইটার

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
These Indians hold the top positions in the world's tech companies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X