For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন টুইন টাওয়ার ভাঙলে কত ধ্বংসাবশেষ বেরবে? জানলে অবাকই হবেন

সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে নয়ডার দুটি বহুতল। টাওয়ার দুটি ভাঙা হলে ৮০ হাজার টন ধ্বংসাবশেষ বেরবে বলে মনে করা হচ্ছে। সিইও ঋতু মহেশ্বরী জানিয়েছেন, ৮০ হাজার টনের মধ্যে ৫০ হাজার টন ধ্বংসাবশেষ ওই জায়গাতেই পরে থাকব

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে নয়ডার দুটি বহুতল। টাওয়ার দুটি ভাঙা হলে ৮০ হাজার টন ধ্বংসাবশেষ বেরবে বলে মনে করা হচ্ছে। সিইও ঋতু মহেশ্বরী জানিয়েছেন, ৮০ হাজার টনের মধ্যে ৫০ হাজার টন ধ্বংসাবশেষ ওই জায়গাতেই পরে থাকবে। বাকি ৩০ হাজার টন অন্য জায়গাতে নিয়ে যাওয়া হবে।

জানেন টুইন টাওয়ার ভাঙলে কত ধ্বংসাবশেষ বেরবে

একটি কনস্ট্রাকশন এবং ডেমোলিশন ম্যানেজম্যান্ট প্ল্যান্ট ওই ধ্বংসাবশেষ নিয়ে যাবে। নয়ডা সেক্টর ৮০ তে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেগুলি নষ্ট করা হবে। এমনটাই জানিয়েছেন সিইও ঋতু মহেশ্বরী।

তিনি আরও জানান, ধ্বংসস্তুপের বেশির ভাগ অংশই বিল্ডিংয়ের ব্যাসমেন্টের কাজে লাগানো হবে। বাকিটা ট্রাকে করে কনস্ট্রাকশন এবং ডেমোলিশন ম্যানেজম্যান্ট প্ল্যান্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। যাতে সময়ে সমস্ত কাজ সুস্থ ভাবে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

ধ্বংসাবশেষের মধ্যে ৪ হাজার টন হবে শুধু লোহা ও টিএমটি বার। ভবন তৈরিতে ওই সব লোহা কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। কনস্ট্রাকশন এবং ডেমোলিশন ম্যানেজম্যান্ট লোহাগুলি থেকে ভাল অংশ বাছাই করবে। তারপর পড়ে থাকা অংশ বিক্রি করে দেওয়া হবে।

বিল্ডিং দুটি ভেঙে ফেলার পর ওই জায়গা থেকে কনস্ট্রাকশন এবং ডেমোলিশন ম্যানেজম্যান্টের ধ্বংসাবশেষ তুলে নিয়ে যেতে সময় লাগবে তিন মাস। অনুমান করা হচ্ছে ধ্বংসাবশেষের পরিমান হবে প্রায় তিন তলা বাড়ির সমান। ধুলোবালি থেকে বাঁচাতে আশপাশের বাড়ি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। ভাঙার অন্তত ২৪ ঘণ্টা আগে সেই প্রক্রিয়া শেষ করা হবে। এমনটাই জানিয়েছেন টুইন টাওয়ার ভেঙে ফেলার এই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ময়ূর মেহতা।

টুইন টাওয়ারের একটি ৩২ তলা, অন্যটি ২৯ তলার। ওই দুটি ভাঙতে ৩৭০০ টন বিস্ফোরক লাগবে বলে জানা গিয়েছে। ঝরনাক জলের মতো ভেঙে পড়ে টাওয়ার দুটি।

জানা যাচ্ছে,কয়েক সপ্তাহ ধরে তা ভেঙে ফেলার প্রস্তুতি চলছে। অ্যাপেক্স এবং সিয়ান নামের টাওয়ার বিস্ফোরক দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হবে৷ ২৮ অগাস্ট, রবিবার দুপুর ২.৩০এ তা ধ্বংস করা হবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে নয় থেকে দশ সেকেন্ড সময় নেবে৷

রিপোর্ট অনুযায়ী, সুপারটেক টুইন টাওয়ারের বেসমেন্ট থেকে উপরের তলা পর্যন্ত প্রায় ১০ হাজার গর্ত করা হয়েছে।ইতিমধ্যেই বিস্ফোরক চার্জ করা হয়েছে। বিস্ফোরকগুলির 'চার্জিং' হল টাওয়ারের কংক্রিটে ড্রিল করা ৯৪০০টি গর্তে ৩৭০০ কেজি বিস্ফোরক প্যাক করার যে প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অন্তত ১০০ জন শ্রমিক ধ্বংসকারী দলের অংশ হিসাবে কাজ করছে।

'বিকেল তিনটের সময় বাড়িতে থাকবেন', সিবিআই নোটিশ অনুব্রত ঘনিষ্ঠের কাছে 'বিকেল তিনটের সময় বাড়িতে থাকবেন', সিবিআই নোটিশ অনুব্রত ঘনিষ্ঠের কাছে

English summary
Noida twin towers to be demolished, 80,000 tonnes debris to be out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X