For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রীদের পোষাক ও মদ্যপানে বিধিনিষেধ অযৌক্তিক, বিস্ফোরক বিএইচইউ-এর নয়া প্রক্টরের

বেনারস বিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর কোনও পোষাক বিধি বা মদ্যপান সংক্রান্ত বিধি থাকা উচিত নয়,দায়িত্ব নিয়ে এমনটাই জানিয়েছেন বিএইচইউ-র প্রথম মহিলা প্রক্টর রয়োনা সিং

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বেনারস বিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর কোনও পোষাক বিধি বা মদ্যপান সংক্রান্ত বিধি থাকা উচিত নয়। দায়িত্ব নিয়ে এমনটাই জানিয়েছেন বিএইচইউ-র প্রথম মহিলা প্রক্টর রয়োনা সিং। তিনি আরও জানান, মেসে ছাত্রীদের আমিষ খাবারের নিয়েও কোনও বিধিনিষেধ কাম্য নয়।

ছাত্রীদের পোষাক ও মদ্যপানে বিধিনিষেধ অযৌক্তিক, বিস্ফোরক বিএইচইউ-এর নয়া প্রক্টরের

১০১ বছরের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কোনও মহিলাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। রয়োনা সিং জানিয়েছেন, 'আমার জন্ম ইউরোপে। আমাকে প্রায়শই ইউরোপ ও কানাডায় যেতে হয়। সেকারণেই আমার মনে হয়, ছাত্রীদের পোষাক নিয়ে বিধিনিষেধ আরোপ মানে তা আমার নিজের ওপরই। ভোর ৬টায় দিন শুরু করে রাত ১০.৩০ পর্যন্ত এমন কোনও পোষাক পরে যদি থাকতে হয়, যাতে স্বচ্ছন্দ বোধ হয় না, তাহলে তা আজকের যুগের পক্ষে লজ্জাজনক। ' তাঁর মতে, ছেলেরা যদি পছন্দের পোষাক পরতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না। বিশ্ববিদ্যালয় অতীতেও ছাত্রীদের ওপর এমন কোনও নিষেধাজ্ঞা জারি করেনি, আগামী দিনেও করবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

ছাত্রীদের পোষাক ও মদ্যপানে বিধিনিষেধ অযৌক্তিক, বিস্ফোরক বিএইচইউ-এর নয়া প্রক্টরের

ছাত্রীদের মদ্যপান প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যারা পড়তে আসেন, তাঁরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। ফলে বিশ্ববিদ্যালয়ের বাইরে কে মদ্যপান করবেন আর কে করবেন না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও নিষেধাজ্ঞা কেনই বা জারি করতে যাবে। ছাত্রীর শ্লীলতাহানি প্রসঙ্গে ওয়ার্ডেন ও নিরাপত্তাকর্মীরা বলেছিলেন যে ছাত্রীদের সন্ধে ৬টার পর হোস্টেলের বাইরে যাওয়া উচিত নয়। এদিন সেই বক্তব্যেরও সমালোচনা করেছেন রয়োনা সিং। তিনি বলেছেন, ছাত্রীরা যে কোনও সময়ে যেখানে খুশি যেতে পারেন। কোনও সমস্যা হলে সেটার সমাধান করতে হবে। ওয়ার্ডেন কীভাবে এই মন্তব্য করলেন তা তিনি নিজেও বুঝতে পারছেন বলে জানিয়েছেন রয়োনা। আগামী দিনে এই ধরনের বিষয়ে নিরাপত্তাকর্মীদের আরও সংবেদনশীল হতে বলা হবে বলেও মন্তব্য করেছেন বিএইচইউ প্রক্টর।

বিএইচইউ চত্বরে আগামী দিনে আরও বেশি করে সিসিটিভি বসানোর পাশাপাশি, বাইক ও গাড়ি যাতে জোরে যেতে না পারে তার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে গাছের ডাল ছেঁটে আরও বেশি বাতিস্তম্ভও বসানো হচ্ছে বলে জানিয়েছেন রয়োনা সিং।

[আরও পড়ুন: ছাত্র বিক্ষোভের পর এবার দুর্নীতি ইস্যুতে বিপাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য][আরও পড়ুন: ছাত্র বিক্ষোভের পর এবার দুর্নীতি ইস্যুতে বিপাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য]

English summary
No curb on dress or liquor on BHU girls, says new proctor Royona Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X