For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কগুলির সংযুক্তি নিয়ে চিন্তিত কর্মীরা! পাল্টা বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তির ফলে কর্মীদের চাকরি হারানোর কোনও সম্ভাবনা নেই। এদিন এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তির ফলে কর্মীদের চাকরি হারানোর কোনও সম্ভাবনা নেই। এদিন এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি আশ্বস্ত করে বলেন, একজন কর্মীকেও সরানো হবে না। দুদিন আগেই তিনি ২৭ টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সংযুক্তির মাধ্যমে ১২ টি ব্যাঙ্ক রাখার কথা ঘোষণা করেছিলেন।

 ব্যাঙ্কগুলির সংযুক্তি নিয়ে চিন্তিত কর্মীরা! পাল্টা বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এর আগে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এপ্লয়িজ ইউনিয়ন, আশঙ্কা প্রকাশ করেছিল ব্যাঙ্কগুলির সংযুক্তি ব্যাঙ্কগুলি বন্ধ হওয়ার পাশাপাশি চাকরির সুযোগও হ্রাস পাবে। যদিও এদিন চেন্নাইতে সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। অর্থমন্ত্রকের দাবি মন্ত্রী এই ঘোষণা ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার অন্যতম পদক্ষেপ। পাশাপাশি এই পদক্ষেপ অর্থনীতিকেও চাঙ্গা করতে সাহায্য করবে।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাঙ্ক সংযুক্তির কথা ঘোষণা করেছিলেন। এরপরেই ভোপাল, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়।

আশ্বস্ত করতে গিয়ে মন্ত্রী বলেছেন, ব্যাঙ্কগুলিকে বন্ধ করা হবে না। কিংবা এখন যে কাজ তারা করছেন, অন্য কাজ করতেও বলা হবে না। যে কাজ তারা করছেন, তা আরও ভাল ভাবে করতে আরও বেশি করে মূলধন দেওয়া হবে। চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি।

English summary
Nirmala Sitharaman calmed apprehensions of job losses following the merging of public sector banks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X