For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়েম্বাটুর বিস্ফোরণ আইএস যোগ! মামলা দায়ের করল NIA

কোয়েম্বাটুর বিস্ফোরণ আইএস যোগ! মামলা দায়ের করল NIA

Google Oneindia Bengali News

কোয়েম্বাটুর বিস্ফোরণে আইএস যোগ পেয়েছে এনআইএ। গত ২৩ অক্টোবর তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল কোয়েম্বাটুর। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। কোয়েম্বাটুরের ডিজি এবং পুলিশ সুপার ইতিমধ্যেই ঘটনার তদন্ত করেছেন। দীপাবলির আগের দিন এই বিস্ফোরণ ঘটানোর নেপথ্য অশান্তি তৈরির উদ্দেশ্য ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

মামলা দায়ের করল NIA

ইসলামিক স্টেটসের যোগ থাকার খবর প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এনআইএকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে মোদী সরকার। এনআইএ-র তদন্তকারীরা জানিয়েছে ২৯ বছরের এক ইঞ্জিনিয়ার যার নাম জামিশা মুবিন গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। আগেও মুবিনের জঙ্গি যোগ ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।

২০১৯ সালে জঙ্গিযোগ সন্দেহে মুবিনকে জেরা করেছিল এনআইএ। কোয়েম্বাটোরের উক্কাডামে কোট্টই এসওয়ারান মন্দিরে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলপিজি িসলিন্ডার ছিল গাড়িতে। গতকাল আফসর খান নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন আফসর খান অনলাইনে বিস্ফোরক বিক্রি করে থাকেন। মুবিন সহ ৫ অভিযুক্ত মহম্মদ আজহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখত। ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার বোম্বিংেয়র ঘটনায় অভিযুক্ত আজহার উদ্দিন জেলে রয়েছেন এখন।

সিসিিটভি ফুটেজে দেখা গিয়েছে, মুবিন সহ আরও কয়েকজন একটি সাদা কাপড়ে করে একটি জিনিস জিনি মুড়িয়ে গাড়িতে তুলছিলেন। তার থেকেই অনুমান বিস্ফোরক সেই গাড়িতে তোলা হয়েছিল। বড় কোনও বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল তারা।

English summary
NIA file case on Coimbatore blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X