For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের উপর লাঠিচার্জ! পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলল জাতীয় মহিলা কমিশন

বিজেপির নবান্ন অভিযানে মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ! এই ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে চিঠি জাতীয় মহিলা কমিশন। চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, একটি টুইট পোস্ট থেকে বিষয়টি নি

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নবান্ন অভিযানে মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ! এই ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে চিঠি জাতীয় মহিলা কমিশন। চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, একটি টুইট পোস্ট থেকে বিষয়টি নিয়ে তথ্য পাওয়া গিয়েছে।

পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলল জাতীয় মহিলা কমিশন

ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে মহিলা কমিশনের তরফে। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রেখা শর্মা। তাঁর মতে, পুলিশের এই আচরণ ভারতীয় দণ্ডবিধির দৃষ্টিতে অপরাধ৷ কলকাতা পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে একাধিক ধারায় মামলা রুজু করার কথাও বলা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হল তা আগামী সাতদিনের মধ্যে বিস্তারিত কমিশন জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। রেখা শর্মা তাঁর একটি টুইটে লিখছেন, মহিলার বাক-স্বাধীনতা আছে, নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। ফলে অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আর সেই সময় বিজেপি নেত্রী তথা কাউন্সিলার মিনাদেবী পুরোহিতকে কয়েকজন পুরুষ পুলিশ কর্মী হেনস্তা করছে। যদিও পরে বিজেপি নেত্রীর মাথা ফেটে যায় বলে জানা যায়। একেবারে রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে থাকতেও দেখা যায় তাঁকে। ঘটনার পরে কার্যত গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি কাউন্সিলারকে।

আর এই ঘটনার ভিডিও সামনে আসার পরেই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। এমনকি এই ঘটনায় সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি কমিশনের তরফে।

উল্লেখ্য, বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র শহর এবং শহরতলি! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি-বোতল ছোঁড়ার অভিযোগ। পালটা পুলিশের তরফে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহারের অভিযোগ। এমনকি বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির। আর এই ঘটনায় অন্তত ৩৬৫ জন আহত হয়েছেন বলে জানাল বিজেপি।

ঘটনার পরেই মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্য। তাঁদের দাবি, এই কর্মসূচি ১০০ শতাংশ সফল। বিজেপিকে শাসক দলকে ভয় পেতে হয়েছে বলেও দাবি দুই বিজেপি নেতার। অন্যদিকে কলকাতা পুলিশের সিপি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আদালত অবমাননার মামলা দায়েরের হুঁশিয়ারি বিজেপি নেতার। কার্যত স্নায়ুর যুদ্ধের মধ্যেই কড়া পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের।

English summary
National Women Commission seeks report as BJP leader Minadevi Purohit injured during Nabanna Abhiyan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X