For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী
পাটনা, ২ নভেম্বর : পাটনা ধারাবাহিক বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পাটনা গেলেন নরেন্দ্র মোদী। গত রবিবার পাটনায় তার হুঙ্কার সমাবেশের আগে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাটনা। আর সেই বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল ৬ জনের। এদিন সেই মৃতদের কয়েকজনের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

শনিবার পাটনা পৌছনোর পর কড়া নিরাপত্তার মধ্যে ওল্ড পাটনার গৌরীচকে মৃত রাজনারায়ণ সিংহের পরিবারের সঙ্গে দেখা করেন মোদী। এর পর কৈমুরে নিহত বিজেপি কর্মী বিকাশ কুমারের বাড়িতে যান তিনি। দুই পরিবারের হাতেই পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। কিন্তু এর পর গোপালগঞ্জ ও সুপোলে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তা বাতিল করতে হয়।

প্রয়াত রাজনারায়ণের ছবিতে মালা পরান নরেন্দ্র মোদী। এর পর মাটিতে বসে রাজনারায়ণের পরিবারের সঙ্গে কথা বলেন মোদী। পরিবারের সকলকে সমবেদনা জানান। এর পরে দলের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। রাজনারায়ণের পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন সেদিন কাউকে না জানিয়েই সভায় গিয়েছিল প্রয়াত রাজনারায়ণ। তাঁর তিন ছেলের একজনকে সরকারি চাকরি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয় মোদীকে। এবিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন মোদী।

এদিন মোদীর জন্য বিশাল পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। বিহারের পুলিশকর্মী ছাড়াও গুজরাতের ১৫০ জনের পুলিশ বাহিনী মোদীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল। যাদের মধ্যে একজন এডিজি পদাধিকারিক, ২ জন ডিজিপি পদাধিকারিক, ৬ ডিএসপি পদাধিকারিক বিহার থেকে এসেছিলেন মোদীর সঙ্গে। সব সেরে শেষে নালন্দায় যাওয়ার কথা ছিল মোদীর। নালন্দা নীতিশকুমারের জেলা। কিন্তু এদিন সেখানে যাওয়া হয়নি মোদীর।

শুক্রবার রাত সোয়া এগারোটার বিমানে পুনা থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেন মোদী। বিমানবন্দের সুশীল মোদী, নন্দ কিশোর যাদব, শাহনওয়াজ হুসেন, রবিশঙ্কর প্রসাদ, ধর্মেন্দ্র প্রসাদ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

English summary
Narendra Modi visits Bihar, meets kin of Patna blasts victims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X