For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি-২০ সম্মেলন নিয়ে আমি গর্বিত, মন কি বাতের ৯৫তম সংস্করণে বললেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

মন কি বাত অনুষ্ঠান প্রত্যেক মাসেই করে থাকেন নরেন্দ্র মোদী। প্রতি মাসের যে কোনও একটি রবিবারে হয় এই মন কি বাত অনুষ্ঠান। এখানে মোদী তাঁর মনের কথা বলেন। দেশ শোনে। কী বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তা নিয়ে শোনে দেশ। আজ সেই মন কি বাত অনুষ্ঠানের ৯৫ তম পর্ব ছিল। সেখানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। কথা বলেন জি-২০তে ভারতের সভাপতিত্ব নিয়ে। সেটা নিয়ে খুব গর্বিত তিনি তা বলেন এই দিনের অনুষ্ঠানে।

জি-২০ সম্মেলন নিয়ে আমি গর্বিত, মন কি বাতের ৯৫তম সংস্করণে বললেন নরেন্দ্র মোদী

মন কি বাত অনুষ্ঠানের ৯৫তম সংস্করণে তিনি বলেন যে, "আমরা ১০০তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি।" তিনি আরও বলেন যে, "আমরা খুবই গর্বিত যে আমরা এবার জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করতে পেরেছি। স্বাধীনতার এটা ৭৫তম বছর। আর সেখানে ভারতের বড় প্রাপ্তি এই সম্মেলনে সভাপতিত্ব করতে পারা।" তিনি বলেন যে, "আমাদের দেশের তেলেঙ্গানা থেকে হরিপ্রসাদ গারু জি-২০ সম্মেলনের একটি লোগো আমাকে নিজেকে হাতে বুনে পাঠিয়ে দেন। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ তেলেঙ্গানার একজন মানুষ কথা বলছেন জি০২০ সম্মেলন নিয়ে। আমাদের সফলতা এখানেই। কারণ একটি প্রত্যন্ত জায়গায় বসে থাকা মানুষেরও এমন বিষয় নিয়ে উৎসাহ রয়েছে।"

মন কি বাত অনুষ্ঠান নিয়ে এই কথাও বলেন যে, "সারা দেশের মানুষ আমাকে এই কথাও জানিয়েছে যে জি-২০ সম্মেলনের আমাদের দেশ প্রতিনিধিত্ব নিয়ে মানুষ কতটা খুশি তাঁরা জানিয়েছেন। এটা ছিল অমৃত কাল। ঠিক সেই সময়েই ভারত এই দায়িত্ব পেয়েছে। দেশের মানুষ আমাকে এই অনুষ্ঠানের আগে তাদের ভাবনা চিন্তা আমাকে লিখে পাঠান। সেটা আমি পড়ি এবং জানতে পারি যে মানুষ ঠিক কী ভাবছে। দেশের মানুষের কথা শোনা হল আমার কাছে একটা আধাত্মিক বিষয়।"

তিনি বলেন যে, "আমাদের নজর দিতে হবে বিশ্বব্যাপি উন্নয়ন নিয়ে। শান্তি হোক, ঐক্য আসুক। মানুষের মধ্যে সম্পর্ক ভালো হোক। ভারতের কাছে এই বিষয়গুলি নিয়ে নানা চ্যালেঞ্জ আসবে। সেই বিষয়গুলি নিয়ে ভাবতে হবে। তবে আমরা এগুলোর জন্য তৈরি। এই চ্যালেঞ্জের সমাধান আমাদের কাছে রয়েছে। জি-২০র জন্য আমাদের থিম হবে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।'

১৮ নভেম্বর ভারত মহাকাশ সেক্টরে একটি মাইলফলক অর্জন করেছে। উৎক্ষেপণ হয়েছে বিক্রম.এস। সেটা নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী।

English summary
narendra modi talks in g2o summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X