For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমআরআই মেশিনে আটকে মর্মান্তিক মৃত্যু যুবকের

এমআরআই মেশিনে আটকে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মুম্বইয়ের নায়ার হাসপাতালে। বছর ৩২-এর মৃত যুবকের নাম রাজেশ মারু। সরকারি হাসপাতালে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নজরদারি নিয়ে প্রশ্ন।

  • |
Google Oneindia Bengali News

এমআরআই মেশিনে আটকে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মুম্বইয়ের নায়ার হাসপাতালে। বছর ৩২-এর মৃত যুবকের নাম রাজেশ মারু। সরকারি হাসপাতালে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমআরআই মেশিনে আটকে মর্মান্তিক মৃত্যু যুবকের

শনিবার রাত সাড়ে আটটা নাগাদ এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রাজেশ মারু। আত্মীয়ের সঙ্গে এমআরআই রুমেও যান তিনি। মারুর হাতে সেই সময় আত্মীয়ের অক্সিজেন সিলিন্ডার ধরা ছিল। হাতে অক্সিজেন সিলিন্ডার থাকায় চুন্বকীয় ক্ষেত্রের জেরে মারুকে টেনে নেয় এমআরআই মেশিন।

মুম্বইয়ের আগরিপাডা থানায় সরকারি নায়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মারুর পরিবার। জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার( জোন ৩) বীরেন্দ্র মিশ্র।

হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক এবং টেকনিক্যাল স্টাফের অসতর্কতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ রাজেশ মারুর পরিবারের। এমআরআই ঘরের বাইরে কোনও নিরাপত্তা কর্মীও ছিলেন না। অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘরে ঢুকতে কেউ বারণও করেননি বলে অভিযোগ পরিবারের। চিকিৎসক কিংবা টেকনিকাল স্টাফেরই উচিত ছিল বিষয়টি নিয়ে রোগী কিংবা পরিবারের সদস্যদের সতর্ক করা। সেটা করা হয়নি বলেই অভিযোগ পরিবারের।
রাজেশ যখন এমআরআই ঘরে ঢোকেন, সেই সময় মেশিনটি চালানো ছিল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রাজেশকে টেনে নেয় মেশিনটি। মেশিনের মধ্যে রাজেশের হাত আটকে যায়। চেঁচামেচি শুনে ছুটে যান হাসপাতাল কর্মীরা। মেশিন বন্ধ করেন তাঁরা। রাজেশকে হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

English summary
Mumbai Youth sucked into MRI machine and died.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X