For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষি ক্ষেত্রের মন্দা কাটাতে ১ লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করতে চলেছেন মোদী

  • |
Google Oneindia Bengali News

চরমভাবাপন্ন আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে চলতি দশকে কোমর ভেঙেছে দেশের কৃষি ব্যবস্থার। তার উপর বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে পরিবহন সব ক্ষেত্রই। এমতাবস্থায় দেশের কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কৃষি পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটির বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

কৃষি পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটির বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

রবিবার সকাল ১১ টায় কৃষি পরিকাঠামো তহবিলের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে খবর, ওই দিনই কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার তহবিলও ঘোষণা করবেন তিনি। ভার্চুয়াল সভার মাধ্যমেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।

পিএম কিষান প্রকল্পের জন্যেও বরাদ্দ করা হবে অর্থ

পিএম কিষান প্রকল্পের জন্যেও বরাদ্দ করা হবে অর্থ

দীর্ঘ লকডাউনের আওতায় ইতিমধ্যেই তীব্র আর্থিক মন্দা গোটা দেশের কৃষি ব্যবস্থাতেই। এই সঙ্কটকালীন অবস্থায় কৃষি ক্ষেত্রে নতুন করে অক্সিজেন যোগাতে আসন্ন অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্প বাবদ ষষ্ঠ দফার ১৭ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন দেশের প্রায় সাড়ে আট কোটি কৃষক।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের কয়েক লক্ষ কৃষক

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের কয়েক লক্ষ কৃষক

মহামারী সংকটের মধ্যে আগেই ২০ লক্ষ কোটি টাকার একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তারই একটি অংশ কৃষির জন্য সুনিশ্চিত করতে এই আয়োজন। জানা যাচ্ছে, ভার্চুয়াল এই সূচনা অনুষ্ঠানের সাক্ষী থাকবেন দেশের প্রায় কয়েক লক্ষ কৃষক। পাশাপাশি হাজির থাকবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী।

৩% সুদের হারে ২ কোটি টাকা ঋণ প্রদান

৩% সুদের হারে ২ কোটি টাকা ঋণ প্রদান

কৃষকদের সুবিধার্থে ইতিমধ্যেই ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে ১১টির সাথেই চুক্তি সেরেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প অনুযায়ী কৃষকদের প্রয়োজন অনুযায়ী ৩% সুদের হারে সর্বাধিক ২কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে বলে খবর।

English summary
New allocation in agriculture! Modi is going to announce a fund of Rs 1 lakh crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X