For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনিপুরে 'যুদ্ধবিরতি' ঘোষণা করা জঙ্গিরা নির্বাচনে 'পোস্টাল ব্যালট'এর সুযোগ পাবে, জানাল EC

মনিপুরে 'যুদ্ধবিরতি' ঘোষণা করা জঙ্গিরা নির্বাচনে 'পোস্টাল ব্যালট'এর সুযোগ পাবে, জানাল EC

  • |
Google Oneindia Bengali News

২৭ ফেব্রুয়ারি মণিপুরে বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এবার সেখানকার কিছু জঙ্গি গোষ্ঠীর সদস্যদের জন্য বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন৷ সম্প্রতি একটি নোটিশে নির্বাচন কমিশন জানিয়েছে যে যে সমস্ত জঙ্গিগোষ্ঠীগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে অস্ত্রবিরতিতে সই করেছে তাদের সদস্যরা পোস্টাল ব্যালটের সুযোগ পাবে৷

মনিপুরে যুদ্ধবিরতি ঘোষণা করা জঙ্গিরা নির্বাচনে পোস্টাল ব্যালটএর সুযোগ পাবে, জানাল EC

মণিপুরের ২০টি কুকি জঙ্গি গোষ্ঠী যারা ইউনাইটেড পিপল'স ফ্রন্ট (UPF) এবং কুকি ন্যাশনাল অরগানাইজেশন (KNO) এর সঙ্গে সম্পর্কিত, এরা ২০০৮ সালে কেন্দ্র সরকারের সঙ্গে সাসপেনসন অফ অপারেশন (Soo) একটি অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছিল৷ এই গ্রুপের ক্যাডাররা এখন সরকারের দ্বারা বিভিন্ন কুকি অধ্যুষিত প্রদেশে নির্মিত রিহ্যাব-ক্যাম্পে থাকেন। তবে শুধু এই অস্ত্রবিরতিতে থাকা গ্রুপগুলিই নয় সঙ্গে আরও কিছু গোপন মিলিট্যান্ট গ্রুপও সরকারের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MOU) তে সই করেছে৷ এঁরাও পোস্টাল ব্যালটের সুযোগ পেতে চলেছেন৷

৬০ এর সি ধারায় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ১৯৫১ অনুসারে মণিপুরের প্রধাণ নির্বাচনী আধিকারিক কতৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এবং Soo এবং MOU তে সই করা যে সমস্ত জঙ্গি গ্রুপের ক্যাডাররা রাজ্যের ১৪ টি বিশেষ ক্যাম্পে রয়েছেন তাদের নাম রাজ্যের বিভিন্ন বিধানসভার ভোটার লিস্টে তোলা হয়েছে৷ এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে যেহেতু অস্ত্রবিরতিতে থাকা এই জঙ্গিগোঠীর সদস্যরা এখনও ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না তাই তাঁদের পোস্টাল ব্যালটের সুযোগ দেওয়া হয়েছে৷

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত নোটিশটিতে আরও বলা হয়েছে যে একটি সার্ভে করা হবে৷ যাতে ১৪টি ক্যাম্পে থাকা Soo এবং MoU-তে সই করা প্রাক্তন মিলিট্যান্টরা নিজেদের সবচেয়ে কাছের জায়গা থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে পারে এবং নিজেদের ভোট দেওয়ার পর তা আবার জমা করতে পারে! অর্থাৎ ক্যাম্পের কাছেই পোস্টাল ব্যালট ফেসিলওটি সেন্টার তৈরি করার কথা ভাবছে নির্বাচন কমিশন৷ এর ফলে ক্যাম্পের ভোটারদের তাদের নির্ধারত এলাকা ছেড়ে বেরোতে হবে না। এবং একজন ARO অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে এই পুরো বিষয়টিতে লক্ষ্য রাখার কথাও বলা হয়েছে৷

English summary
Various militant group in Manipur recently signed ceasefire contract with Govt will get the chance to vote in 2022 Bidhansabha election, through postal ballot says EC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X