For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ বছর আগের পাহাড়ি রুক্ষ ভূমি এখন ঘন জঙ্গল, ৩০০ একর জমিতে বনাঞ্চল প্রস্তুত মণিপুরি যুবকের

২০ বছর আগের পাহাড়ি রুক্ষ ভূমি এখন ঘন জঙ্গল, ৩০০ একর জমিতে বনাঞ্চল প্রস্তুত মণিপুরি যুবকের

Google Oneindia Bengali News

মণিপুর ইম্ফলের ৪৭ বছরের যুবক গত ২০ বছর ধরে ৩০০ একর অনুর্বর জমিকে বনাঞ্চলে পরিণত করেছে। মোইরাংথেম লোইয়া ২০ বছর আগে ইম্ফলের উপকণ্ঠে অনুর্বর জমিতে গাছ লাগাতে শুরু করেন। উরিপোক খাইদেম লেইকাই এলাকার বাসিন্দা লোইয়া ল্যাঙ্গোল হিল রেঞ্চে প্রথম গাছ লাগানো শুরু করেন।

 প্রকৃতিকে রক্ষা করতেই গাছ লাগানো শুরু করেন

প্রকৃতিকে রক্ষা করতেই গাছ লাগানো শুরু করেন

মোইরাংথেম লোইয়া সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, '২০০০ সালের প্রথম দিকে আমার চেন্নাইয়ে কলেজের পড়াশোনা শেষ হয়। কৌব্রু পর্বতে গিয়েছিলাম। সেখানে বনাঞ্চল যেভাবে ধ্বংস করা হচ্ছিল, তাতে আমি আতঙ্কিত হয়ে পড়ি। সেই সময় আমি গাছ লাগানোর তীব্র চাহিদা অনুভব করি। আমার মনে হতে থাকে, এইভাবে বনাঞ্চল কেটে দিলে, আমদের ধ্বংস খুব বেশি দূরে নয়। আধুনিক সভ্যতায় আমরা যা ধ্বংস করেছি, তা প্রকৃতিকে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞা করি।'

বর্ষার ঠিক আগে বৃক্ষরোপন করতেন

বর্ষার ঠিক আগে বৃক্ষরোপন করতেন

লোইয়া বলেন, 'আমি বুঝতে পারি, ঝুম চাষের মাধ্যমে অনুর্বর এই এলাকাটিকে সময়ের সঙ্গে সঙ্গে বনাঞ্চলে পরিণত করা সম্ভব হবে।' তিনি বলেন, 'ছয় বছর ধরে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে মারু ল্যাঙ্গোলের বাস করি। সেই সময় ওই এলাকায় আমি একটা বাড়ি করে থাকতে শুরু করেছিলাম। বাড়িটা আমি নিজেই করে ছিলাম। মারু ল্যাঙ্গোলের এলাকায় আমি বাঁশ, ওক, কাঁঠাল গাছ এবং সেগুন লাগিয়েছিলাম। আমি গাছগুলোর যত্ন করতাম। যাতে দ্রুত গাছগুলোর বৃদ্ধি হয়। বৃক্ষ রোপনের কাজটি আমি বেশিরভাগ সময় বর্ষার ঠিক আগে করতাম। বর্ষার জলে গাছগুলোর দ্রুত বৃদ্ধি হতো। তবে নিজের খরচে চারা গাছ কিনতাম। নিজের উদ্যোগেই বৃক্ষরোপন করতাম।'

প্রধান প্রতিকূলতা দাবানল ও চোরা শিকারি

প্রধান প্রতিকূলতা দাবানল ও চোরা শিকারি

রাজ্যের বন আধিকারিক পাহাড়ি অঞ্চলে লোইয়ার এই উদ্যোগকে সমর্থন করেন। তিনি বলেন, যখনই বণাঞ্চলগুলো তৈরি হতে শুরু করল চোরা শিকারির উৎপাত দেখা দিল। এছাড়াও নানা ধরনের প্রতিকূলতার মধ্যে পড়তে হয় বলে তিনি জানিয়েছেন। পরিস্থিতির জেরে ও বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে তিনি ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাবিট্যাট প্রোটেকশন সোসাইটি তৈরি করেন। তিনি বলেন, চোরা শিকারীরা প্রায়ই হরিণ হত্যা করত। গাছের সঙ্গে বন্য প্রাণকে বাঁচিয়ে রাখা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। পাশাপাশি দাবানল থেকে বনাঞ্চলকে রক্ষা করা বন্যপ্রাণকে রক্ষা করার প্রয়োজন। বর্তমানে বনাঞ্চল রক্ষা করতে লোইয়াকে মূলত এই দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

বনাঞ্চলে ১০০টির বেশি প্রজাতির গাছ

বনাঞ্চলে ১০০টির বেশি প্রজাতির গাছ

বর্তমানে লোইয়া পরিবারের জন্য ও বেঁচে থাকার জন্য একটি ফার্মেসিতে কাজ করেন। বাকিটা সময় বনাঞ্চল রক্ষা করার কাজ করেন। তিনি জানিয়েছেন, ৩০০ একর বনাঞ্চলে ১০০টির বেশি প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও সজারু, সাপ ও হরিণ রয়েছে। বন আধিকারিকরা বলেন, ২০ বছর আগে এলাকাটি অনুর্বর ছিল। কিন্তু এখন এলাকাটি বেশ উর্বর। স্থানীয় গ্রামবাসীরা বনাঞ্চলের একাংশ চাষ করতে চান।

৮০০ কোটির জনসংখ্যার পথে বিশ্ব, কাউন্টডাউন শুরু রাষ্ট্রসংঘের ৮০০ কোটির জনসংখ্যার পথে বিশ্ব, কাউন্টডাউন শুরু রাষ্ট্রসংঘের

English summary
Manipur man concerted 300 acre barren land into forest in 20 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X