For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচন ২০১৪: কোথায় কে পেল ক'টি আসন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

লোকসভা
নয়াদিল্লি, ১৭ মে: লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়েছে। একা বিজেপি-ই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা পেয়েছে ২৮২টি আসন। আর বিজেপি জোট তথা এনডিএ সব মিলিয়ে পেয়েছে ৩৩৪টি আসন। অপরপক্ষে শুধু কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। কংগ্রেস জোট তথা ইউপিএ পেয়েছে ৬০টি আসন। অন্যান্যরা ১৪৯টি। দিল্লি, রাজস্থান, গোয়া, গুজরাত এবং হিমাচলপ্রদেশের সবগুলি লোকসভা আসন গিয়েছে বিজেপি-র দখলে। তামিলনাড়ুতে একটিও আসন পায়নি ডিএমকে। আর উত্তরপ্রদেশে একটি আসনেও জেতেনি মায়াবতীর বিএসপি, যা অভিনব।

আরও পড়ুন: গেরুয়া ঝড়ে সাফ কংগ্রেস, ইতিহাস রচনা করলেন নরেন্দ্র মোদী
আরও পড়ুন: বাংলার ফল- তৃণমূল কংগ্রেস ৩৪, কংগ্রেস ৪, বিজেপি ২, সিপিএম ২

রাজ্যওয়াড়ি কে কত আসন পেয়েছে, তাও জানিয়েছে নির্বাচন কমিশন।


কোন রাজ্যে কার কত আসন

অন্ধ্রপ্রদেশ (৪২)

বিজেপি ৩, কংগ্রেস ২, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ১১, তেলুগু দেশম ১৬, অন্যান্য ১০

অরুণাচলপ্রদেশ (২)

বিজেপি ২, কংগ্রেস ২

অসম (১৪)

বিজেপি ৭, কংগ্রেস ৩, অন্যান্য ৪

বিহার (৪০)

বিজেপি ২২, কংগ্রেস ২, এনসিপি ১, সংযুক্ত জনতা দল ২, লোক জনশক্তি পার্টি ৬, রাষ্ট্রীয় জনতা দল ৪, অন্যান্য ৩

ছত্তিশগড় (১১)

বিজেপি ১০, কংগ্রেস ১

গোয়া (২)

বিজেপি ২

গুজরাত (২৬)

বিজেপি ২৬

হরিয়ানা (১০)

বিজেপি ৭, কংগ্রেস ১, আইএনএলডি ২

হিমাচলপ্রদেশ (৪)

বিজেপি ৪

জম্মু ও কাশ্মীর (৬)

বিজেপি ৩, পিডিপি ৩

ঝাড়খণ্ড (১৪)

বিজেপি ১২, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২

কর্নাটক (২৮)

বিজেপি ১৭, কংগ্রেস ৯, সংযুক্ত জনতা দল ২

কেরল (২০)

সিপিআই ১, সিপিএম ৫, কংগ্রেস ৮, আরএসপি ১, অন্যান্য ৫

মধ্যপ্রদেশ (২৯)

বিজেপি ২৭, কংগ্রেস ২

মহারাষ্ট্র (৪৮)

বিজেপি ২৩, কংগ্রেস ২, এনসিপি ৪, শিবসেনা ১৮, অন্যান্য ১

মণিপুর (২)

কংগ্রেস ২

মেঘালয় (২)

কংগ্রেস ১, এনসিপি ১

মিজোরাম (১)

কংগ্রেস ১

নাগাল্যান্ড (১)

অন্যান্য ১

দিল্লি (৭)

বিজেপি ৭

ওডিশা (২১)

বিজেপি ১, বিজু জনতা দল ২০

পাঞ্জাব (১৩)

বিজেপি ২, কংগ্রেস ৩, আম আদমি পার্টি ৪, শিরোমণি অকালি দল ৪

রাজস্থান (২৫)

বিজেপি ২৫

সিকিম (১)

অন্যান্য ১

তামিলনাড়ু (৩৯)

বিজেপি ১, এআইএডিএমকে ৩৭, অন্যান্য ১

ত্রিপুরা (২)

সিপিএম ২

উত্তরপ্রদেশ (৮০)

বিজেপি ৭১, কংগ্রেস ২, সমাজবাদী পার্টি ৫, অন্যান্য ২

উত্তরাখণ্ড (৫)

বিজেপি ৫

পশ্চিমবঙ্গ (৪২)

তৃণমূল কংগ্রেস ৩৪, বিজেপি ২, সিপিএম ২, কংগ্রেস ৪

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১)

বিজেপি ১

চণ্ডীগড় (১)

বিজেপি ১

দাদরা ও নগর হাভেলি (১)

বিজেপি ১

দমন ও দিউ (১)

বিজেপি ১

লাক্ষাদ্বীপ (১)

এনসিপি ১

পুদুচেরি (১)

অন্যান্য ১

English summary
Lok Sabha Election 2014: Who gets how many seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X