For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন ৪ : ২০০টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, কবে থেকে চলবে জেনে নিন

করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালানো নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ১ জুন থেকে আরও ২০০টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলওয়ে।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালানো নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ১ জুন থেকে আরও ২০০টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলওয়ে। লকডাউন ৪ শুরু হওয়াপ আগে থেকেই ১৫ জোড়া এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। সেই পরিষেবাই চলছে এখন। ১ জুন থেকে চলবে আরও ২০০ প্যাসেঞ্জার ট্রেন।

২০০টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের,

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন েয ২০০ প্যাসেঞ্জার ট্রেন চালু করা হবে তার টিকিট বুকিং কবে থেকে শুরু হবে তা আগাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী। এদিকে গত কয়েকদিনে রেকর্জ টাকার টিকিট বিক্রি হয়েছে রেলের। প্রথম ১৫ জোড়া ট্রেন চালানোর টিকিট বুকিং শুরু হতেই ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে রেলের।

যদিও ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে কম সংখ্যক যাত্রী নেওয়া হচ্ছে। মাস্ক, আরোগ্য সেতু অ্যাপ সহ একাধিক নিয়ম মেনে ট্রেন চালানো হচ্ছে। দেশের সব বড় শহরের মধ্যে চালানো হচ্ছে এই ট্রেন। দিল্লি-মুম্বই, দিল্লি- হাওড়া, দিল্লি-হায়দরাবাদ, দিল্লি-গুয়াহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলছে এই ট্রেন।

English summary
Lockdown 4.0: Railway will run 200 more passenger train in coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X