For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৯ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু,১৯ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পাম অ্যাভিনিউ রহস্য

পাম অ্যাভিনিউ রহস্য

পাম অ্যাভিনিউ কাণ্ডে পুলিশের নজরে গৃহকর্তা। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রী ও দুই ছেলেকে নীল ফনসেকা পরিকল্পনা করে খুন করেছে বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

শহরে উপ নির্বাচন কমিশনার

শহরে উপ নির্বাচন কমিশনার

আজ শহরে আসছেন উপ নির্বাচন কমিশনার। বিধানসভা ভোটের দায়িত্বে সন্দীপ সাক্সেনা। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন সাক্সেনা। আগামীকাল অর্থাৎ বুধবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রেড রোড হিট অ্যান্ড রান

রেড রোড হিট অ্যান্ড রান

আজ শানুকে আদালতে পেশ করা হবে। শানুকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। আজই মুখোমুখি হবে শানু-সাম্বিয়া

অসমে প্রধানমন্ত্রী

অসমে প্রধানমন্ত্রী

আজ অসমে একাধিক কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটি অনুষ্ঠানে আইআইটি, এনআইটি এবং উত্তরপূর্বের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। এরপর কোকরাঝাড়ে আদিবাসী সম্প্রদায়ের একটি জনসভায় যোগ দেবেন। গুয়াহাটির খানাপাড়ায় যুব সমাবেশেও যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে মোদীর।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় মেধাবী দলিত ছাত্রের আত্মহত্যার পর আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যাবেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

রোহিতের পাশে এফটিআইআই

রোহিতের পাশে এফটিআইআই

হায়দ্রাবাদে দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় একদিনে অনশনে বসল পুনের এফটিআইআইয়ের ছাত্ররা।

পলিগ্রাফ টেস্ট

পলিগ্রাফ টেস্ট

পাঠানকোট কাণ্ডে এসপি সলবিন্দর সিংয়ের পলিগ্রাফ টেস্ট করা হল।

রাজনকে জেরা সিবিআইয়ের

রাজনকে জেরা সিবিআইয়ের

জে দে হত্যাকাণ্ডের ঘটনায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে জিজ্ঞাসাবাদের দশ দিনের সিবিআই হেফাজতের অনুমতি দিল আদালত।

আইএসের চিঠি

আইএসের চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরকে প্রাণনাশের হুমকি দেওয়া উড়ো চিঠি এল গোয়া পুলিশের হাতে।

বায়ুসেনা ঘাঁটিতে পাক তদন্ত নয়

বায়ুসেনা ঘাঁটিতে পাক তদন্ত নয়

পাঠানকোট তদন্তে আসা পাকিস্তানি বিশেষ তদন্তকারী দলকে বায়ুসেনা ঘাঁটিতে ঢুকতে দেওয়া হবে না বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং।

English summary
Latest News Update : 19 january in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X