For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে হেরেও দ্বিতীয়বার উপ-মুখ্যমন্ত্রী, RSS থেকে বিজেপিতে কেশবের উত্থান সিনেমার মতোই

ভোটে হেরেও দ্বিতীয়বার উপ-মুখ্যমন্ত্রী, RSS থেকে বিজেপিতে কেশবের উত্থান সিনেমার মতোই

  • |
Google Oneindia Bengali News

টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। তবে শুধু যোগী আদিত্যনাথ নয় টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেশব প্রসাদ মৌর্য। তবে ২০২২ এর বিধানসভা নির্বাচনে কেশব প্রসাদ মৌর্য হেরে গিয়েছেন৷ সিরাথু আসনটিতে সমাজবাদী পার্টির নেতা পল্লবী প্যাটেলের কাছে নির্বাচনে হেরেছেন কেশব। কিন্তু তারপরও দলের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে বেছে নিয়েছে বিজেপি৷ এর কারণ দুটি, এক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ থেকে বিজেপিতে উঠে আসা ও বহু বছর ধরে দলের বিশ্বাস যোগ্যতা অর্জন। পাশাপাশি কেশব প্রসাদ মৌর্য বিজেপির সবচেয়ে বড় দলিত মুখ তাই স্বাভাবিকভাবেই কেশবকে গুরুত্বপূর্ণ পদে রেখে দলিত সমাজকে বার্তা দিল বিজেপি৷

ভোটে হেরেও দ্বিতীয়বার উপ-মুখ্যমন্ত্রী, RSS থেকে বিজেপিতে কেশবের উত্থান সিনেমার মতোই

১৯৬৯ সালে কৌশাম্বীর সিরাথুতে জন্ম কেশবের৷ ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখায় যাতায়াত শুরু করেছিলেন মৌর্য। তারপর রামজন্মভূমি আন্দোলনে সরাসরি অংশগ্রহণ এবং শেষমেশ ২০১৬ সালে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি। তার সভাপতিত্ব ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে এবং যোগীকে মুখ করে ২০১৭ সালে উত্তরপ্রদেশে বড় জয় পায় বিজেপি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেশব প্রসাদ মৌর্যকে৷ পাঁচবছর ধরে উত্তরপ্রদেশ বিজেপির যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কেশবের সম্মতি বা অসম্মতিকে আমল দিয়েছে এসেছে গেরুয়া শিবির৷

তবে শুধু রাষ্ট্রীয় স্বয় সেবক সংঘ নয় সঙ্গে বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদের সংগঠন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন কেশব। ২০০২, ২০০৭, ২০১২ তে এই সিরাথু আসন থেকেই পরপর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২০১২ তে প্রথম বিজেপি বিধায়ক হিসেবে সিরাথু থেকে জয় পান মৌর্য। ২০১৪ সালে ফুলপুর থেকে পাঁচলক্ষ রেকর্ড ভোটে জিতে সাংসদও হয়েছেন তিনি৷ বিজেপির রাজ্য কিষান মোর্চা এবং পিছিয়ে পড়া শ্রেণিদের সংগঠনের দায়িত্বও সামলেছেন কেশব৷ উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়াও রাজ্য পিডব্লিউডি, খাদ্য প্রক্রিয়াকরণ সহ একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন কেশব প্রসাদ মৌর্য। আশা করা হচ্ছে এবার বিধান পরিষদ থেকে কেশবকে সদস্য বানাতে পারে বিজেপি৷

আইনমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের Deputy CM! যোগীর 'ডান-হাত' কে এই Brajesh Pathak? আইনমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের Deputy CM! যোগীর 'ডান-হাত' কে এই Brajesh Pathak?

প্রসঙ্গত কেশব প্রসাদ মৌর্য ছাড়াও উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন ব্রিজেশ পাঠক। এছাড়াও
উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় আরও যারা জায়গা পেলেন, সূর্য প্রতাপ শাহী , সুরেশ কুমার খান্না, স্বতন্ত্র দেব সিং, বেবি রানী মৌর্য, লক্ষ্মী নারায়ণ চৌধুরী জয়বীর সিং, ধর্মপাল সিং, নন্দ গোপাল গুপ্ত ভূপেন্দ্র সিং চৌধুরী, অনিল রাজভর, জিতিন প্রসাদ, রাকেশ সাচান,অরবিন্দ কুমার শর্মাযোগেন্দ্র উপাধ্যায়, আশিস প্যাটেল, সঞ্জয় নিষাদ।

English summary
Keshab's rise from RSS to BJP for the second time after losing the election is like a movie
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X