For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশা জাগিয়েও মত বদল বিদ্রোহী কংগ্রেস বিধায়কের, উড়ে গেলেন মুম্বইয়ে

শনিবার থেকে বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন কর্নাটক কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক এমটিবি নাগরাজ।

Google Oneindia Bengali News

শনিবার থেকে বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন কর্নাটক কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক এমটিবি নাগরাজ। শনিবার দফায় দফায় কুমারস্বামী, সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠকে পর তিনি পদত্যাগ পত্র ফিরিয়ে নেবেন বলে জানিয়েছিলেন। এমনকী আশ্বাস পর্যন্ত দিয়েছিলেন দলের বিদ্রোহী বিধায়কদেরও তিনি বোঝাবেন। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বদলে গেল মন, রবিবার সকালেই চার্টার্ড বিমানে মুম্বইয়ে উড়ে গেলেন তিনি।

আশা জাগিয়েও মত বদল বিদ্রোহী কংগ্রেস বিধায়কের, উড়ে গেলেন মুম্বইয়ে

গত কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়েইর পাঁচতারা হোটেলেই ডেরা করেছেন কর্নাটকের বিদ্রোহী বিধায়করা। আবার সেই পুরনো ডেরাতেই ফিরে গিয়েছেন এমটিবি নাগরাজ। এদিকে বিরোধীরা সোমবারেই কুমারস্বামীকে আস্থাভোটে যাওয়ার দাবি জানিয়েছে। বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা কুমারস্বামীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন হয় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ কর। নাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ কর। এই চরম পরিস্থিতিতে এখন সোমবার কী হয় সেটাই দেখার।

সোমবার আবার বিদ্রোহী কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কর্নাটক কংগ্রেসের প্রধান সিদ্দারামাইয়া। এদিকে কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমার দাবি করেছেন আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করবে জোট সরকার। বিদ্রোহী কংগ্রেস নেতাদের সরাসরি আলোচনায় বসার প্রস্তব দিয়ে শিবকুমার বলেছেন, পার্টি তাঁদের দাবি মেনে নিতে প্রস্তুত।

English summary
Karnataka lawmaker MTB Nagaraj apparently took a U-turn and flew to Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X