For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাহ নয়, সমাধি দেওয়া হল জয়ললিতাকে, অবসান আম্মা যুগের

দীর্ঘ আড়াই মাস রোগভোগের পরে প্রয়াত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা। জয়ললিতার সম্পর্কে সমস্ত খবর দেখে নিন LIVE UPDATE-এ এখানে

Google Oneindia Bengali News

মঙ্গলবার, ৬ ডিসেম্বর : দীর্ঘ আড়াই মাস রোগভোগের পরে প্রয়াত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা। সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল তাঁর প্রয়াণের খবর জানায়। সেখানেই দীর্ঘ ৭৫ দিন রোগগ্রস্ত হয়ে ভর্তি ছিলেন জয়ললিতা। [জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না]

জয়ললিতার মৃত্যুর পরে যে দশটি ঘটনা ঘটল তামিলনাড়ুতে

(ছবি) সিনেমা ও রাজনীতির দুনিয়ায় অদেখা কিছু ছবি জয়ললিতার

তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সারা রাজ্যজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। ৭দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রাজ্যে। তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মধ্যরাতের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ও পন্নিরসেলবম। [জে জয়ললিতার জীবনী একনজরে]

LIVE : দাহ নয়, কবর দেওয়া হবে আম্মাকে

জয়ললিতার সম্পর্কে সমস্ত খবর দেখে নিন LIVE UPDATE-এ এখানে

  • বন্ধ করে দেওয়া হল কফিনের মুখ। সমাধি দেওয়া হল জয়ললিতার কফিন।
  • জয়ললিতার জন্য এক মিনিটের নীরবতা পালন করা হল।
  • গান স্যালুটে শেষ বিদায় আম্মাকে। আম্মার দেহ রাখা হল কফিনের মধ্যে।

  • রাজাজি হল থেকে মেরিন বিচ যাওয়ার পথে রীতিমতো জনসুনামি। চোখের জলে প্রার্থনায় শেষ বিদায় আম্মাকে।


  • রাজাজি হল থেকে আম্মার দেহ নিয়ে যাওয়ার হচ্ছে মেরিন বিচে।


  • কলকাতায় প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • হিন্দু ব্রাক্ষ্ণণ রীতি মেনে আম্মার চিতাদাহ করা হবে না। সূত্রের খবর সমাধি দেওয়া হবে আম্মাকে।
  • দুপুরে চেন্নাইয়ে পৌঁছে আম্মাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
  • রাজাজি হলে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • রাজাজি হলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন শেষ শ্রদ্ধা।
  • আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে চেন্নাই যাচ্ছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
  • রাজাজি হলে সপরিবারে আম্মাকে শেষ শ্রদ্ধা জানালে দক্ষিণী সুপার্স্টার রজনীকান্ত।
  • তামিলনাড়ুর রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি, গোটা বিহার শোকগ্রস্ত প্রতিভাবান জননেত্রীর প্রয়াণে : নীতিশ কুমার।
  • জয়ললিতা একজন অসাধারণ নেত্রী ছিলেন, ভারতীয় রাজনীতিতে তিনি একজন আইকন হিসাবে উঠে এসেছেন : রাজনাথ সিং
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আম্মার শেষযাত্রায় উপস্থিত থাকবেন।
  • রাজাজি হলে যেখানে আম্মার মরদেহ শোয়ানো রয়েছে, সেখানে সাধারণ মানুষ পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হিমশিম খাচ্ছে।

  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাই পৌঁছবেন।
  • আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাই যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
  • চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • বিকেল সাড়ে চারটের সময় মারিনা বিচে আম্মার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
  • আম্মার প্রয়ানে উত্তরাখণ্ড, কর্ণাটক, বিহারে একদিনের শোকদিবস ঘোষণা করা হয়েছে।

  • আম্মার মৃত্যুতে কেরলেও আজ একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
  • সকাল সাড়ে নটা নাগাদ চেন্নাইয়ের জন্য রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে জে জয়ললিতার। পতাকা রাখা হবে অর্ধনমিত। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে।

  • জয়ার মৃত্যুতে একদিনের জাকীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

  • চেন্নাইয়ের রাজাজি হলে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন অগণিত ভক্ত। সকলের মাঝে শায়িত রয়েছে জয়ললিতার দেহ।

  • চেন্নাইয়ে এসে জয়ললিতাকে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • রাজাজি হলে রাতেই আনা হয় জয়ললিতার মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন নতুন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।

English summary
Latest Update : Jayalalitha demise, people mourn in Tamil Nadu, pays tribute to AIADMK thalaivi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X