For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত এআইএডিএমকে প্রধান শশীকলা নটরাজন। এদিন সুপ্রিম কোর্ট তাকে ৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত এআইএডিএমকে প্রধান শশীকলা নটরাজন। এদিন সুপ্রিম কোর্ট তাকে ৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।[দোষী সাব্যস্ত শশীকলা : আয় বহির্ভূত সম্পত্তি মামলার টাইমলাইন একনজরে]

এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হল। বিচারপতি পিসি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় শুনিয়েছে।[শশীকলা নটরাজনকে নিয়ে এই ৮টি অজানা তথ্য জেনে রাখা প্রয়োজন ]

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত শশীকলা

গত বছরের জুন মাস থেকে এই রায়দান স্থগিত ছিল। এর আগে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতা ও তার সঙ্গীদের গতবছর নির্দোষ ঘোষণা করলে, পরে এই মামলার আবেদনকারী হিসাবে কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টে ফের রায়ের বিরুদ্ধে আবেদন করে। সেই মামলার রায়দানই এতদিন স্থগিত ছিল, যা এদিন মঙ্গলবার ঘোষণা হল।[জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি]

এর আগে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, আগামী এক সপ্তাহের মধ্যেই এই মামলার রায় দেওয়া হবে। সেইমতো সোমবার পেরিয়ে গেলেও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সোমবার জানানো হয়, মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা হবে।[জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না]

জয়ললিতার সঙ্গে শশীকলা নটরাজনও এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন। এই রায়ের ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আর বসতে পারবেন না শশীকলা। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে দোষী সাব্যস্ত শশীকলা ও তাঁর সঙ্গীদের প্রত্যেককে ১০ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।[জে জয়ললিতার জীবনী একনজরে]

English summary
In a major blow for Sasikala the order of the trial court convicting her has been upheld.A division bench comprising Justices P C Ghose and Amitava Roy on Tuesday delivered. The order of conviction was passed by PC Ghose.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X