For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মুতে বড়সড় জঙ্গি হামলার ছক! ৩ জঙ্গি নিকেশ হতেই কোন গোপন গেমপ্ল্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

জইশ-এ-মহম্মদের ৩ কুখ্যাত জঙ্গি গতকালই জম্মু হাইওয়েতে এনকাউন্টারের শিকার হয়। সেখানে টোল প্লাজায় একটি ট্রাক চেকিং এ গেলেই ট্রাকের ভিতর থেকে জঙ্গিরা বেরিয়ে এলোপাথারি গুলি করতে থাকে। মুহূর্তে পাল্টা গুলি চালিয়ে তাদের নিকেশ করে নিরাপত্তা বাহিনী। এরপর ওই জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও সঙ্গে থাকা ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য হাতে আসে পুলিশের।

 জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি যোগ!

জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি যোগ!

প্রসঙ্গত, মৃত তিন জঙ্গিদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে শুক্রবারের ঘটনায় যোগ রয়েছে পাকিস্তানের। কারণ মৃত জঙ্গিদের অস্ত্র পাকিস্তান থেকে এসেছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ফলে, পুলওয়ামার একবছর পরের আরও একটি ঘটনা আরও একবার সন্ত্রাস বাদে পাকিস্তান যোগ প্রমাণ করে চলেছে।

 আইইডি বিস্ফোরণের আশঙ্কা!

আইইডি বিস্ফোরণের আশঙ্কা!

জানা গিয়েছে, ওই ৩ জঙ্গি ট্রাক নিয়ে জম্মুর নাগরোটায় একটি আইইডি বিস্ফোরণ করতে যাচ্ছিল। মৃতদেহ থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে, আর ধৃতদের থেকে যা তথ্য় পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে যে জম্মুতে কোনও তৃতীয় ব্যক্তির মাধ্যমে তারা আইইডি বিস্ফোরণ করাতে যাচ্ছিল।

কোন কোন অস্ত্র উদ্ধার হয়েছে?

কোন কোন অস্ত্র উদ্ধার হয়েছে?


জানা গিয়েছে, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একে ৪৭ এর মতো একাধিক অস্ত্র। লেভেল থ্রি প্রোটেকশন বুলেট প্রুফ গাড়ি ভেদ করে যে গুলি আঘাত করতে পারে সেই সমস্ত মারণ অস্ত্র জঙ্গিদের কাছে ছিল।

 পুলওয়ামাকাণ্ডের মূলচক্রীর যোগ

পুলওয়ামাকাণ্ডের মূলচক্রীর যোগ

শুক্রবার জম্মুর টোল প্লাজায় একটি চেকিং এর সময় মুহূর্তে নিরাপত্তারক্ষীদের দিকে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। ঘটনাট ধরা পড়ে ট্রাক চালক সমির দার। পুলিশ জানকে পেরেছে যে সেই সমির দার আসলে পুলওমায়ায় জঙ্গি হামলার মূল কাণ্ডারী আদিল দারের আত্মীয় তথা সম্পর্কীয় ভাই।

English summary
Jammu's killed terrorists were planning for IED blast in Nagrota.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X