For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূস্বর্গে একদিনে ১৩ জঙ্গি নিকেশের পর এদিনও রুদ্ধশ্বাস লড়াই অবন্তীপোরায়! মৃত ২ জঙ্গি

ভূস্বর্গে একদিন ১৩ জঙ্গি নিকেশের পর এদিনও রুদ্ধশ্বাস লড়াই অবন্তিপোরায়! মৃত ২ জঙ্গি

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে গতকাল রুদ্ধশ্বাস এনকাউন্টার চলেছে। গোটা দিন ধরে ১৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে এদিনও সকাল থেকে আবন্তিপোরায় একের পর এক এনকাউন্টার চলেছে।

 নিকেশ ২ জঙ্গি

নিকেশ ২ জঙ্গি

এদিন কাশ্মীরের অবন্তিপোরা এলাকার সাইমাহো গ্রামে এক এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। প্রচুর পরিমাণে এই ঘটনার জেরে উদ্ধার হয়েছে। ঘটনায় কোনও আশপাশের মানুষ আহত হননি বলে খবর।

১৩ জনের নিকেশ

১৩ জনের নিকেশ

সকাল থেকে জম্মুতে যে এনকাউন্টার হয়েছে, তাতা সেনা বনাম জঙ্গি প্রবল গুলির লড়াই হয়। আর তার জেরেই ৩ থেকে বেড়ে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ তে। জম্মু কাশ্মীরে মোট ১৩ জন জঙ্গির মৃত্যু হয় বলে খবর।

 সেনার কাছে কোন খবর?

সেনার কাছে কোন খবর?

গোয়েন্দা সূত্রে সেনা জানতে পারে যে সীমান্তে পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাড থেকে ১০ থেকে ১৫ জন জঙ্গি ভারতে আসার জন্য মুখিয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে তারা অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে বলে খবর।

 জঙ্গি নিধন পর্ব

জঙ্গি নিধন পর্ব

জঙ্গি দমন ঘিরে সীমান্তে গত ২৮ তারিখ পর্যন্ত সেনা জঙ্গি গুলির লড়াই দেখা যায়। এরপর থেকেই জঙ্গি নিধন পর্বের অভিযান বাড়িয়ে দেয় সরকার। এদিন দিল্লিতে পাক গুপ্তচরের খবর মিলতেই যেমন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, তেমনই ভূস্বর্গ কাশ্মীর এদিন জঙ্গি দমন নিয়ে ব্যাপক উত্তেজনা দেখে।

রাজ্যের বিভিন্ন অংশে শুরু ভারী বৃষ্টি, জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়া দফতরেররাজ্যের বিভিন্ন অংশে শুরু ভারী বৃষ্টি, জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
Jammu and kashmir, Two terrorist killed in Kashmir's awantipora
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X