For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোর্বসের এশিয়ার সেরা ৫০ কোম্পানির তালিকায় ভারতের ১২

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক
নয়াদিল্লি, ২৮ অগস্ট: এশিয়ায় অন্যতম শক্তিশালী অর্থনীতি হয়ে উঠছে ভারত। ফোর্বস পত্রিকার সমীক্ষায় তা আবারও বোঝা গেল। 'এশিয়াজ ফ্যাব ৫০ কোম্পানিজ' বা এশিয়ার সেরা ৫০টি কোম্পানির যে তালিকা তারা তৈরি করেছে, তার ১২টি-ই হল ভারতের!

কারা কারা জায়গা পেল এই সম্মানজনক তালিকায়? দেশের দুই বেসরকারি ব্যাঙ্ক যথাক্রমে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। গ্রাহকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে এরা অন্যান্য বেসরকারি ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে টেক্কা দিয়েছে। তাই মানুষ এই দুই ব্যাঙ্কের ওপর আস্থা রেখেছেন। দ্রুত বেড়েছে তাদের পুঁজির পরিমাণ। সার্বিক ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে অন্য ব্যাঙ্কগুলি এদের পাশে দাঁড়াতেই পারেনি।

টাটা গোষ্ঠীর তিন-তিনটি কোম্পানি রয়েছে তালিকায়। এরা হল টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা মোটরস ও টাইটান। টাটা মোটরস ভারত ছাড়াও তাদের তৈরি গাড়ি রফতানি করছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে।

এ ছাড়া ভারতের যে সংস্থাগুলি উক্ত তালিকায় ঠাঁই পেয়েছে, তারা হল: এশিয়ান পেন্টস, এইচসিএল টেকনোলজিস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রা। দুই ওষুধ প্রস্তুতকারক সংস্থা সান ফার্মা ও লুপিন রয়েছে তালিকায়। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা মাদারসন সুমি সিস্টেমস ঠাঁই পেয়েছে ফোর্বস পত্রিকার অভিজাত সমীক্ষায়।

অন্যদিকে, চীনের হাল বেশ খারাপ। এ বার তাদের ১৬টি কোম্পানি তালিকায় রয়েছে। অথচ ২০১২ সালে ২৩টি কোম্পানি ছিল। আর গত বছর এই সংখ্যা ছিল ২০। সুতরাং তাদের অধোগতি ঘটেছে।

English summary
India's 12 conglomerates find place in Forbes magazine's 'Asia's Fab 50 Companies'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X