For Quick Alerts
For Daily Alerts
সিকিমে নাথু লা পাসে আটকে পড়া ১৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা
সিকিমের নাথুলা পাসে বেড়াতে গিয়ে প্রচণ্ড তুষারপাতে আটকে পড়েছিলেন পর্যটকরা। ১৫০০ থেকে ১৭০০ পর্যটককে নিয়ে নাথু লা পাসের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল ৩০০টি গাড়ি। শুক্রবার বিকেল থেকে তীব্র তুষারপাত শুরু হয় সেখানে। প্রায় সারা রাত অভিযান চালিয়ে অবশেেষ ১৫০০ পর্যটককে উদ্ধার করে আনে সেনা বাহিনী। তাঁদের মধ্যে মহিলা, প্রবীণ, শিশুরাও ছিল।

প্রায় ৫৭০ জন পর্যটককে সেনা ক্যাম্পে আশ্রয় দিয়েছিল বাহিনী। তাঁেদর গরম কাপড়, খাবার এবং ওষুধ দিয়ে সবরকম সহযোগিতা করা হয়। এখনও চলছে উদ্ধার কাজ।
বরফ কাটার গাড়ি নিয়ে এসে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। বাকি পর্যটক এবং গাড়ি গুলিকে গ্যাংটকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেনাবাহিনী। এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস গিয়েছে আগামী সপ্তাহে গ্যাংটকে বৃষ্টি হবে। তাতে আবহাওয়ার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।