For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দ্বিতীয় স্রোতে উথালপাথাল দেশ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত, মৃতের সংখ্যা ঘিরে নয়া রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে গোটা দেশ কার্যত নতুন করে উদ্বেগের মধ্যে রয়েছে। করোনার দ্বিতীয় স্রোত প্রবল হারে দংশন শুরু করে দিয়েছে গোটা দেশে। প্রথমের দিকে করোনার জেরে মৃতের সংখ্যা দৈনিক গ্রাফে সেভাবে নজর না কাড়লেও এবার মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে।

করোনার দ্বিতীয় স্রোতে উথালপাথাল দেশ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত থেকে মৃতের সংখ্যা ঘিরে নয়া উদ্বেগ

গত ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ১,৫২,৮৭৯ জন। এর সঙ্গেই দেখা যাচ্ছে, করোনার জেরে ৯০,৫৮৪ জন আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, গত ১৬ অক্টোবরের পর করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে শুরু করেছে। করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ১,৩৩,৫৮,৮০৫ জন। মোট সুস্থতার সংখ্যা ১,২০,৮১,৪৪৩ এর অঙ্ক ছুঁয়েছে। অ্যাক্টিভ কেস দেশে ১১,০৮,০৮৭ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা মোট ১৬৯,২৭৫ হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে যেভাবে দেড় লাখের গণ্ডি ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নয়া রকর্ড গড়েছে। এর আগে দেশে দেড় লাখ করোনা আক্রান্তের সংখ্যা কখনও ছুঁতে দেখা যায়নি।

এদিকে খানিকটা হলেও মহারাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। দৈনিক করোনা গ্রাফ ৬০ হাজার ছুঁইছুঁই হতে চলা মহারাষ্ট্রে গতকালই করোনার আক্রান্তের দৈনিক অঙ্ক ৫৫ হাজারে নেমেছে। এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মুম্বই। দ্বিতীয় স্রোতের প্রথম দিকে উদ্বেগে রেখেছিল পাঞ্জাব থেকে হরিয়ানা। যেখানে কৃষক আন্দোলন জোরদার ছিল গত নভেম্বর থেকে। এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪ হাজার পার করেছে।

এদিকে এমন এক পরিস্থিতিতে মহারাষ্ট্রে লকডাউন হবে কি না, তা নিয়ে এদিন বিশেষ বৈঠকে বসবে উদ্ধব সরকার। অন্যদিকে দেশ জুড়ো কোভিড টিকাকরণ উৎসব আজ থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, সবচেয়ে বেশি টেস্টিং এর সঙ্গে, মাস্ক পরা নিশ্চিত করতে হবে দেশবাসীকে। কোথাও একজন রোগীও করোনা পজিটিভ হলে এলাকাকে মিনি কন্টেইনমেন্ট জোন করার বার্তা মোদীর।

English summary
India reports 1,52,879 new COVID19 cases on 11 April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X