For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের তাবড় দেশের তুলনায় করোনায় ভারতে মৃতের হার কম! নেপথ্যে কোন বড় 'কারণ'

বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন মুলুক কিছুতেই করোনার সংক্রমণকে বাগে আনতে পারছে না। সেদেশে ১০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। ৫৫ হাজারের ওপর মৃত।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন মুলুক কিছুতেই করোনার সংক্রমণকে বাগে আনতে পারছে না। সেদেশে ১০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। ৫৫ হাজারের ওপর মৃত। উন্নত দেশ হিসাবে পরিচিত ইতালি থেকে স্পেনেরও একই পরিস্থিতি। এমন অবস্থায় ভারতে করোনার জেরে মৃতের হার কম। নেপথ্যের কারণ দেখে নেওয়া যাক।

 ভারতে করোনার পরিসংখ্য়ান

ভারতে করোনার পরিসংখ্য়ান

করোনার জেরে দেশে ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃতের পরিসংখ্যান উঠে আসছে। গত একদিনে দেশে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৫৪৩ জন মানুষের দেহে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে গত ২৪ ঘণ্টায়।

 করোনার জেরে আক্রান্ত ৩০ হাজারের পথে

করোনার জেরে আক্রান্ত ৩০ হাজারের পথে

দেশে করোনার জেরে আক্রান্ত ৩০ হাজারের দিকে এগিয়ে যাচ্ছে। যার মধ্যে ৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। ভারতে করোনা দ্বিগুণ হওয়ার হারও আগের থেকে বেশি দিন সময় নিচ্ছে। আগে যা কম দিনে দ্বিগুণ হচ্ছিল, এখন তা ৯ দিনে দ্বিগুণ হচ্ছে।

মৃতের সংখ্যা ও কিছু তথ্য

মৃতের সংখ্যা ও কিছু তথ্য

দেখা যাচ্ছে নিউ ইয়র্ক থেকে লন্ডনের মতো তাবড় নামী শহরে যেখানে যেখানে মৃতের সংখ্যা প্রবল হারে বাড়ছে সেখানে মহারাষ্ট্রে বা গুজরাতে আক্রান্তের হার প্রবল হলেও, মৃতের হার তুলনা মূলক কম। আর এর নেপথ্যে রয়েছে ভারতের প্রবল কঠোরতার সঙ্গে পালিত হওয়া লকডাউন ও চিকিৎসার উন্নত পদ্ধতি। দাবি বিশেষজ্ঞদের।

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ, ভারতে যুবকদের হার বেশি। ভারতের জনসংখ্যায় যুব জনজাতির হার বেসি থাকায় মৃত্যুর হারে কমতি দেখা গিয়েছে। যার ফলে আক্রান্ত ৩০ হাজারের কাছাকাছি হলেও ভারতে মৃত্যু ৯০০ এর খানিকটা বেশি।

আর কোন কারণ থাকতে পারে!

আর কোন কারণ থাকতে পারে!

মনে করা হচ্ছে, য়ে ভাইরাসের স্ট্রেইন ভারতে রয়েছে তাতে করোনার জেরে কেউ অত্যন্ত দুর্বল না হলে মৃত্যু মুখে পতিত হবে না। ফলে চিকিৎসক ও বিশেষজ্ঞজের দাবি, এই ঘটনার জেরেও ভারতে মৃত্য়ুর হারে কমতি দেখা যাচ্ছে। যা নিঃসন্দেহে ভালো খবর।

ভারতের মৃত্যুর হার নিয়ে উদ্বেগ নেই!

ভারতের মৃত্যুর হার নিয়ে উদ্বেগ নেই!

'ফিনান্সিয়াল টাইমস' এর সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের ১৪ টি দেশে করোনার জেরে ৬০ শতাংশ বেশি মৃত্যুর সম্ভবনা রয়েছে। তবে এই তালিকায় নেই ভারত। উল্লেখ্য, বিশেষজ্ঞদের দাবি ভারতে ৮০ শতাংশ মানুষের মৃত্যু হয় চিকিৎসা না পেয়ে। এই মৃত্যু হয় বাড়িতে। চিকিৎসা সঠিকভাবে পেলে যে ভারতে মৃতের হার কমতে পারে, তা দেশের করোনা যোদ্ধারা প্রমাণ করছেন।

করোনার আবহে মহাকাশে ভিনগ্রহীদের নিয়ে ভিডিও প্রকাশ্যে! রহস্যময় দৃশ্য নিয়ে জল্পনা তুঙ্গেকরোনার আবহে মহাকাশে ভিনগ্রহীদের নিয়ে ভিডিও প্রকাশ্যে! রহস্যময় দৃশ্য নিয়ে জল্পনা তুঙ্গে

English summary
India fights coronavirus, here is the details of country's low death rate mystry.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X