For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের নয়টি বড় শহরে ফ্ল্যাট বিক্রি কমলো প্রায় ৩০ শতাংশ

দেশের নয়টি বড় শহরে ফ্ল্যাট বিক্রি কমলো প্রায় ৩০ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

অর্থনৈতিক মন্দা ও চাহিদা হ্রাসের কারণে চলতি ২০১৯-২০ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে ফ্ল্যাট বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি প্রোপটাইগার কর্তৃক প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে এই ত্রৈমাসিকে প্রায় ৬৪,০০০ কম ফ্ল্যাট বিক্রি হয়েছে।

দেশের নয়টি বড় শহরে ফ্ল্যাট বিক্রি কমলো প্রায় ৩০ শতাংশ


চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আবাসিক সম্পত্তির বিক্রয় ১৩ শতাংশ কমে বর্তমানে ২,৬৩,২৯৪-এ দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। যা এই অর্থবছরের প্রথমার্ধের থেকে অনেকটাই কম বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে নিউজ কর্পোরেশন-সমর্থিত 'রিয়েল ইনসাইট' কিউ থ্রি এফওয়াইয়াই ২০'র প্রতিবেদনে বলা হয়েছে যে ক্রেতার মনোভাব পুনরুদ্ধারে সরকার সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও গত বছর অক্টোবরে-ডিসেম্বর ত্রৈমাসিকে নয়টি শহর জুড়ে আবাসন বিক্রয়ের হার প্রায় ৩০ শতাংশ কমেছে।

গত অর্থবছরে এই সময় যেখানে ৯১, ৪৬৪ ইউনিট বিক্রি হয়েছিল বলে জানা যাচ্ছে সেখানে মাত্র ৬৪, ০৩৪টি ইউনিট বিক্রি হয় এই অর্থবছরে।


সূত্রের খবর, এই প্রসঙ্গে নিউজ কর্পসের অস্ট্রেলিয়ান গ্রুপ ফার্ম আরইএর কাছ থেকে সম্প্রতি ৭০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে প্রোপ টাইগার। এর ভিত্তিতেই আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুরগাঁয় (ভিওয়াদি, ধরুহেরা ও সোহনা), হায়দরাবাদ, কলকাতা, মুম্বাইয়ের আবাসন শিল্পের উপর একটি সমীক্ষা চালায় বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুনে ও নয়ডার উপরেরই একটি অন্তর্বর্তী সমীক্ষা চালানো হয়।

English summary
The biggest downturn in the sale of flats is in nine major cities across the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X