For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ঘুরিয়ে নীতীশকে মহাজোটে স্বাগত রাবড়ি দেবীর

আরজেডি নেতা রঘুবংশপ্রসাদ সিং-এর পর এবার বিহারের মহাজোটে নীতীশকে আমন্ত্রণ জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী।

  • |
Google Oneindia Bengali News

আরজেডি নেতা রঘুবংশপ্রসাদ সিং-এর পর এবার বিহারের মহাজোটে নীতীশকে আমন্ত্রণ জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, যদি নীতীশ কুমার মহাজোটে যোগ দেন, তাহলে আপত্তির কোনও কারণ নেই। এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আরজেডি নেতৃত্ব।

নীতীশকে কটাক্ষ আরজেডির

নীতীশকে কটাক্ষ আরজেডির

এর আগে রাষ্ট্রীয় জনতাদলের সহসভাপতি রঘুবংশপ্রসাদ সিং আরজেডির তরফে নীতীশ কুমারকে মহাজোটে ফেরত আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, অবিজেপি দলগুলি সঙ্গে যুক্ত হয়ে নীতীশ কুমারের উচিত বিজেপির বিরুদ্ধে লড়াই করা। নীতীশ কুমারকে কটাক্ষও করেন তিনি। রঘুবংশপ্রসাদ সিং বলেন, নীতীশ কুমার অবশ্যই শিবির বদল করবেন। তবে তিনি কখন করবেন, তা কেউই বলতে পারেন না। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবে যাই ঘটুক, তিনি চান সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক।

রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রীদের অন্তর্ভুক্তির পরেই সক্রিয় আরজেডি

রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রীদের অন্তর্ভুক্তির পরেই সক্রিয় আরজেডি

বিজেপির জন্য একটি ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়ার কথা জানিয়ে নীতীশ কুমার নিজের মন্ত্রিসভায় আট মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছিলেন। এরপর দিনই রঘুবংশপ্রসাদ সিং নীতীশ কুমারকে মহাজোটে আমন্ত্রণ জানান। ৩০ মে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি আসন পাওয়ায় তাকে প্রতীকী প্রতিনিধিত্ব বলে কটাক্ষ করে মন্ত্রিসভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক

আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক

২০১৭-র জুলাইয়ে আরজেডির সঙ্গে সম্পর্কের ইতি করে বিজেপিকে সঙ্গে নিয়ে বিহারে সরকার গঠন করেন নীতীশ কুমার। সেই সময় থেকেই আরজেডির সঙ্গে নীতীশের সম্পর্ক খারাপ। ভোটের প্রচারে নীতীশ কুমারকে বারবার পল্টুরাম বলে কটাক্ষ করে আরজেডি। যদিও ২০১৯-এর নির্বাচনে বিহারের ৪০ টি আসনের মধ্যে একটিতেও জয় পায়নি আরজেডি।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
If Nitish Kumar joins the Grand Alliance again, we have no objection, told Rabri Devi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X