For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাগ্যিস কোনও কৃষক আমার সভায় আত্মহত্যা করেনি, হয়তো এমনটাই ভাবছেন মোদী (আসুন কল্পনা করি)

Google Oneindia Bengali News

বুধবার আম আদমি পার্টির জনসভায় রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং আত্মহত্যা করেন। আর এই মৃত্যু ঘিরেই শুরু হয়েছে চরম বিতর্ক। বিরোধীরা অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ফসলের ক্ষতি হয়তো ওই কৃষকের আত্মহত্যার কারণ নয়। এই বিতর্কের সবে তো শুরু। এখনও কত অভিযোগ, কত ঘুরিয়ে পেঁচিয়ে দানা বাঁধবে তাই দেখার।

এই ঘটনায় জাতীয় রাজনীতির ৩ মুখ্য খেলোয়াড়দের নাম জড়িয়েছে। বিজেপি, কংগ্রেস এবং আপ এখন মুখোমুখি লড়াইয়ে নেমেছে। আপ যেখানে চেষ্টা চালাচ্ছে কংগ্রেসের পথ ধরে কৃষক নিরাপত্তার অজুহাতে বিজেপি সরকারকে কোণঠাসা করতে। এদিকে আপের সভায় কৃষকের আত্মহত্যার ঘটনাকে সামনে তুলে 'অসংবেদশীলতার' অভিযোগ তুলে আপ নেতৃত্বকে খাদের ধারে নিয়ে যেতে চাইছে বিজেপি।

ভাগ্যিস কোনও কৃষক আমার সভায় আত্মহত্যা করেনি, হয়তো এমনটাই ভাবছেন মোদী (আসুন কল্পনা করি)

আচ্ছা এই গুরু গম্ভীর রাজনীতির মাঝে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি কোনও টেলিভিশনে টক শো-য় আলোচনায় বসেন কী হবে তাঁদের সেই আলোচনা? ওয়ানইন্ডিয়া বেঙ্গলি কল্পনা করার চেষ্টা করেছে কেমন হবে সেই 'ইনফরমাল' কথপোকথন।

নরেন্দ্র মোদী (নমো) : কী কেজরিওয়াল বাবু, খুব তো সাধারণ মানুষ, গরীব মানুষের সমর্থনে বড় বড় কথা বলেন। এদিকে একজন কৃষক আপনারই সমাবেশে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল, আপনার তো সেদিকে ভ্রূক্ষেপই নেই। আপনার এই আচরণই প্রমাণ করে আপনার রাজনৈতিক অবস্থান কতটা ঠুনকো। লজ্জাজনক।

অরবিন্দ কেজরিওয়াল (একে) : মোদীজি, কীভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয় দয়া করে সেবিষয়ে আপনি আমাকে লেকচার দেবেন না। আপনি এবং আপনার দল সর্বদা দেশের আম জনতাকে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বিপথে চালিত করেছে। বাস্তবে কর্পোরেটদেক তোল্লাই দেওয়া আর 'রাম রাম' স্লোগান দেওয়া ছাড়া আপনি ও আপনার সরকার কিছুই করেনি। আর আপনি এখন আমাদের দোষারোপ করছেন? আপনি কী ভুলে গিয়েছেন দুমাস আগে দিল্লিতে কী হয়েছিল?

নমো : আপনার কাছে কী প্রমাণ আছে যে আমরা কর্পোরেটের পক্ষে? সবাই জানে মানুষের কাছে পৌছনোর জন্য জন ধন যোজনার সাহায়্যে কীভাবে আমরা কাজ করেছি। আমরাই তো ধনিদের রান্নার গ্যাসে ভরতুকি না নেওয়ার দাবি জানিয়েছি? কে আপনার অভিযোগ বিশ্বাস করবে মিস্টার একে৪৯...

একে (নমোর কথা কেটে) : মিস্টার পিএম, দাঁড়ান দাঁড়ান, আমি ইতিমধ্যেই ৬৯ দিন সম্পূর্ণ করে ফেলেছি..

নমো (কটাক্ষ হাসির সঙ্গে) : ওহ আচ্ছা, মিস্টার একে৬৯! এবার ঠিক আছে তো?

একে : আমি এখানে আপত্তি জানাচ্ছি।

রাহুল গান্ধী (রাগা): আপনারা কী নিয়ে আলোচনা করছেন? আমরা এখানে কৃষকের আত্মহত্যা নিয়ে আলোচনা করতে এসেছি ডাক নাম নিয়ে লড়াই করতে নয়।

নমো : কে তোমায় তোয়াক্কা করছে হে শাহজাদা? এই ইস্যুটা নিয়ে আমার দলের নেতা এবং এনডিএ জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করাটাই ভাল হবে। আপনি কী করবেন? আপনার হাতে তো খুব বেশি রাজ্য সরকারও নেই। আপনি শুধু দলীয় বৈঠকে ঝোড়ো বক্তৃতাই দিতে পারেন। তাই করুন যান। অনেক হাততালি পাবেন।

রাগা : আপনি প্রচণ্ড অহংকারী মিস্টার মোদী। এই জন্যই ওইদিন সংসদে আপনাকে 'আপনার প্রধানমন্ত্রী' বলে সম্বোধন করেছিলাম। আপনি কখনও ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না।

নমো : হু! মনে হচ্ছে আপনি আর আপনার বন্ধুরা ভুলে গিয়েছেন গতবছর লোকসভা ভোটের ফল কী হয়েছে। আমার তো মনো হয়ে গান্ধীবাবু আপনার যত বয়স তার থেকেও কম সাংসদ রয়েছে আপনাদের। তাই ভিত্তিহীন কথা বলা বন্ধ করুন।

একে : আরে, আমরা এখানে কৃষক আত্মহত্যার মতো গুরুতর বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো নাকি? বারবার ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছি আমরা।

নমো : মিস্টার কেজরিওয়াল, আপনার এই হঠাৎ করে কৃষকদের উপর ভালবাসার বিষয়টা সত্যিই আমার বোধগম্য হচ্ছে না। যেহেতু সমস্ত বিরোধী দলগুলি আমাদের সরকাররে কর্পোরেটের পক্ষে বলে তীব্র প্রচার করতে শুরু করেছে তাই আপনিও সেই আগুনে হাত সেঁকছেন। কৃষক সমস্যা নিয়ে আপনি কতটুকু জানেন? আপনার গোটা ভোট ব্যাঙ্কটাই তো দিল্লির শহুরে মানুষ। চেঁচামিচি না করে পারলে কৃষকদের জন্য গঠনমূলক কিছু করুন।

একে : আপনি আপনার দায়িত্ব ছেড়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী সাহেব! আপনি তো বিদেশ ভ্রমণেই ব্যস্ত। অথচ আমাদের দেশের মানুষের ভিতটাই নড়বড়ে। এই জন্যই কী বিশাল ভোটে লোকসভা নির্বাচনে আপনাকে জয়ী করেছিল মানুষ?

নমো : দায়িত্ব থেকে পালানো? দেখ কাণ্ড, কে এসব কথা বলছে? আমি ১৩ বছর মুখ্যমন্ত্রী ছিলাম, তারপর এখন প্রধানমন্ত্রী হয়েছি। আপনাকে ভোটের জন্য প্রায় ভিক্ষা চাইতে হয়েছে। কারণ প্রথমবার সুযোগ পাওয়ার পর আপনি নিজের সমর্থকদের মাঝ রাস্তায় ছেড়ে ৪৯ দিনেই পালিয়ে গিয়েছিলেন। বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই দয়া করে লেকচার ঝাড়বেন না।

একে : সামাজিক দিক থেকে গুজরাত কী প্রভাব ফেলেছে তা সবাই জানে। আপনার জনসংযোগের কেতা রাজ্যের সমস্ত খামতি লুকোতে সমর্থ হয়েছে। আপনি মানুষকে ভুল তথ্য দিয়েছেন।

রাগা : আচ্ছা আমরা কী দয়া করে গজেন্দ্র কুমার...না মানে গজেন্দ্র সিং-এর মৃত্যু নিয়ে আলোচনা করতে পারি? আমার ঠাকুমা যদি বেঁচে থাকতেন, তাহলে ওই কৃষক আত্মহত্যা করতে পারতেন না।

নমো : আরে আপনার পূর্বপুরুষরাই তো দেশটাকে গুছিয়ে শেষ করে দিয়ে গিয়েছে। আর আমি কিছু ভাল করতে গেলেই আপনারা হিংসায় মরছেন।

রাগা : ভবিষ্যতে আর কখনও আমার পুর্বপুরুষের সঙ্গে নিজের তুলনা করবেন না। এই দেশে তাঁরা মানুষের জন্য ভগবান ছিলেন।

নমো : তাই নাকি? তাহলে সেই ভগবানেরা কেন ৬০ বছরেও ভারতকে উন্নত দেশে পরিণত করে যেতে পারলেন না? ভারত আপনার পৈত্রিক ভিটা নয় শাহজাদা..এই দেশ সবার।

রাগা : সবার জন্য? তাহলে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং মানুষের খাবার নির্বাচনের অধিকারকে নিয়ন্ত্রণ করাটা কীভাবে ব্যাখ্যা করবেন আপনি?

নমো : আপনার এই লোক দেখানো ধর্মনিরপেক্ষতা ভাবমূর্তিও খুব একটা উন্নত মানের মনে করবেনে না। আপনারা তো চিরকাল ভোটব্যাঙ্ক অক্ষত রাখার জন্য সংখ্যালঘুদেরে টঙিয়ে এসেছেন।

একে : আচ্ছা আমরা কী কৃষকের মৃত্যু নিয়ে এবার আলোচনা করব? কংগ্রেস-বিজেপি উভয়ই ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ৭ দিনে সমস্যার সমাধান করে দিতাম।

নমো : মিস্টার কেজরিওয়াল, আপনি নিজের দলকেই সামলাতে পারছেন না। আপনার সীমাবদ্ধতাটা দয়া করে আপনি বুঝুন। আপনি মিডিয়ার তৈরি করা রাজনীতিবিদ যার বাস্তবিক কোনও ধারণাই নেই।

একে : আমরা বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬৭ আসনে জয়ী হয়েছি। সেটা অযথা হয়নি মোদীজি।

নমো : আপনারা এত আসন জিতেছিলেন তার জন্য আমাদের ধন্যবাদ দিন। এবার আমি আপনাকে ধন্যবাদ জানাই। কারণ একজন গরীব কৃষক আপনার দলের জনসভায় আত্মহত্যা করেছে। আমার জনসভায় কোনও কৃষক আত্মহত্যা করছে এটা ভাবলেও আমার হাড় হিম হয়ে যায়। যে কেউ খুব ভালভাবেই বুঝতে পারছে আপনারা মানুষের জন্য এখনও পর্যন্ত কী করেছে।

রাগা : ভাগ্যিস কোনও কৃষক আমার কোনও সমাবেশে মারা যায়নি। আমার বক্তৃতায় "ভোজনের অধিকার" বার্তা সবাইকে প্রভাবিত করেছেন। তাই তারা আত্মহত্যা করেনি।

নমো : হা হা হা...ভোজনের অধিকার! শাহজাদা শিড়দাঁড়া শক্ত কর, 'মর্দ বনো'।

একে : নিজেকে ভারতীয় রাজনীতির একমাত্র পুরুষমানুষ ভাবার ভুল করবেন না মোদীজি। বিরোধীদেরও সময় আসবে।

নমো (মুচকি হেসে) : আমি অপেক্ষা করব!

ইতিমধ্যে 'নির্বাক' সঞ্চালক বলে উঠলেন, মাননীয় অতিথি আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ হল। যদিও আজকের আমাদের বিষয় 'কৃষকের আত্মহত্যা' নিয়ে একটা কথাও আমরা অতিথিদের মুখে শুনলাম না। আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা আর একটি টক শোর আয়োজন করতে পারব।

উল্লেখ্য এখানে টিভি সঞ্চালক ছিলেন অর্ণব গোস্বামী। বাস্তবে সম্ভব নয় বলেই কল্পনায় আমরা অর্ণববাবুকে চুপ করিয়ে রাখলাম। যদিও লেখার ফাঁকে মনে ভয় ছিল, কল্পনা হলেও আচমকা অর্ণববাবু চেঁচিয়ে উঠবেন না তো "নেশন ওয়ান্টস টু নো..." !

English summary
Thank God the farmer didn't commit suicide in my rally, PM Modi must have thought (Let's imagine)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X