For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিহারে নির্বাচনে হারলে, বাজি ফাটবে পাকিস্তানে : অমিত শাহ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ অক্টোবর : বিহারে নির্বাচনী প্রচারে এসে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সভাপতি আমিত শাহ। তিনি বলেন, তাঁর দল যদি বিহারের নির্বাচনে হারে তাহলে পাকিস্তানে বাজি ফাটবে।

বিহার নির্বাচনে পাঁচ দফার মধ্যে তিন দফার ভোটগ্রহণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। রাক্সোলের জনসভায় বক্তৃতা রাখতে উঠে অমিত শাহ বলেন, "যদি কোনওভাবে এই নির্বাচনে বিজেপির পরাজয় হয়, এদেশের জয়-পরাজয়ে আনন্দে বাজি ফাটানো হবে পাকিস্তানে। আপনারা কি চান এমনটা হোক?"

বিজেপি বিহারে নির্বাচনে হারলে, বাজি ফাটবে পাকিস্তানে : অমিত শাহ

উপস্থিত জনতা চিৎকার করে অমিত শাহর কথায় তাল মিলিয়ে জবাব দেয় , "না"।

বিরোধী দলগুলি অমিত শাহর এই মন্তব্যের সমালোচনা করে। তাদের মতে এই ধরণের মন্তব্যের মাধ্যনম অমিত শাহ ভোটারদের মেরুকরণের চেষ্টা চালাচ্ছে। সংযুক্ত জনতা দলের কেসি ত্যাগি জানিয়েছেন, এই বিষয়ে আজ শুক্রবারই তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন।

ত্যাগির কথায়, "বিজেপি প্রচার শুরু করেছিল উন্নয়নের কথা বলে। কিন্তু যেই দেখল তারা পিছিয়ে পরছে ওমনি সেই ভয় থেকেই সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিল তারা।"

কংগ্রেস নেতৃত্বের একাংশের মন্তব্য, "এই ধরণের সাম্প্রদায়িক মনোভাবই বিজেপির ঘরানা। গুজরাতেও এই একই জিনিস চলেছে। ভোটে জেতার জন্য ওরা সবসময় সাম্প্রদায়িক চাল খেলেছে। বিহার নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে ওরা বিহারকে দুভাগে ভাগ করতে চাইছে।"

বিহারের ২৪৩টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ভাগ্যগণনা হয়ে গিয়েছে ৩ দফায়। আগামী সপ্তাহের মধ্যে বাকি দুটি দফার ভোটগ্রহণও হয়ে যাবে। তারপর ৮ নভেম্বর রবিবার ফল ঘোষণা।

বিহারে জয় পাওয়াটা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে রাজ্যসভায় তাদের সংখ্যা বাড়াতে সুবিধা পাওয়া যাবে। যে সদস্যদের রাজ্যে বিধায়করা নির্বাচন করবে। রাজ্যসভায় আপাতত সংখ্যালঘু নরেন্দ্র মোদী সরকার।

English summary
If BJP Loses Bihar Elections, Crackers Will Go Off in Pakistan: Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X