For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি সক্রিয় আইএস জঙ্গিগোষ্ঠী। এমনকী কেন্দ্রীয় রিপোর্ট বলছে, ইংরেজি ভাষার পরে এই দুটি ভাষাকেই ব্যবহার করে সবচেয়ে বেশি প্রচার চালাচ্ছে জঙ্গিরা। [নজর এখন বাংলায় ? বাঙালিদের আহ্বাণ জানিয়ে অডিও বার্তা আইএসের]

কেন্দ্রীয় ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, আইএস সম্বন্ধীয় নানা বার্তা দিয়ে বাংলা ও তামিল ভাষায় জাল বিস্তারের কাজ চলছে ভারতে। এক্ষেত্রে ইংরেজির পরে এসেছে তামিল, তারপরে বাংলা।

বাংলা ও তামিলে অতিসক্রিয় সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট

ভারতে জাল বিস্তারের লক্ষ্যে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতকেই বেছে নিয়েছে আইএস জঙ্গিরা। এক্ষেত্রে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে তামিলনাড়ুকে। কারণ এখানে এলটিটিই জঙ্গিরা মুখ থুবড়ে পড়ার পরে শূন্যস্থান তৈরি হয়েছে।

আল-উম্মার মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বারবার তামিলনাড়ুতে জাল বিস্তারের চেষ্টা করেছে। এছাড়া লস্কর-ই-তৈবার মতো সংগঠনও এখানে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। ঠিক এমন পরিস্থিতিকে কাজে লাগিয়েই দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠছে আইএস।

কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, তামিলনাড়ুকে কেন্দ্র করেই গোটা দক্ষিণ ভারতে জাল বিছানোর কাজ করছে আইএস। কেরল, কর্ণাটক, তেলেঙ্গানায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে তামিলনাড়ুকেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। ঠিক একইভাবে বাংলাকে কেন্দ্র করে পূর্ব ভারতে জাল বিস্তারে নেমেছে আইএস জঙ্গিরা।

এমন আরও খবর পড়ুন এখানে :

আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানেআইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে

আইএসআইএস জঙ্গি প্রমাণে ৩৬,৯৮৬ পাতার চার্জশিট দাখিলআইএসআইএস জঙ্গি প্রমাণে ৩৬,৯৮৬ পাতার চার্জশিট দাখিল

হরিয়ানার সরকারি ওয়েবসাইট হ্যাক করল আইএসআইএসহরিয়ানার সরকারি ওয়েবসাইট হ্যাক করল আইএসআইএস

তিউনিসিয়া হত্যাকাণ্ড : ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফতিউনিসিয়া হত্যাকাণ্ড : ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফ

English summary
IB reports say Tamil Nadu, Bengal remains favourite destination for ISIS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X