For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠিক যেন পিয়ানোর কি-বোর্ড! কীভাবে কাজ করে দ্রব্যে লাগানো 'বারকোড'?

কীভাবে কাজ করে 'বারকোড'?

Google Oneindia Bengali News

বর্তমানের 'টেকস্যাভি' দুনিয়ায় প্রায় রোজদিনই আবিষ্কার করা হচ্ছে কত নিত্য নতুন জিনিস। আর এখন এইসব জিনিসেই অভ্যস্ত হয়ে উঠেছি আমরা সকলেই। কিন্তু প্রতিদিনের রোজনামচায় সবাই যা কিছু দেখে থাকি সেগুলি আমাদের খুব পরিচিত হলেও তার মধ্যে এমন অনেক কিছুই আছে যার পিছনে লুকিয়ে থাকা বিস্তারিত আমাদের অজানা। আর তারমধ্যে অন্যতম হল 'বারকোড'। দেখতে অনেকটা পিয়ানোর কি-বোর্ডের মত লাগে এই কোড গুলি। আর সব বার কোডকেই একই রকম দেখতে বলে মনে হয়। কিন্তু সব পণ্যদ্রব্যের বাইরে থাকা এই বার কোড গুলি একে অপরের থেকে আলাদা কোথায়? বারকোড থেকে কিভাবে পণ্যের বিষয়ে জানা যায় দেখা যাক।

জানা কিন্তু অজানা 'বারকোড'

জানা কিন্তু অজানা 'বারকোড'

দোকানে গিয়ে কোন পণ্য কেনা হোক বা ব্যাংকের বইয়ের পিছনে হোক। বহু জায়গায় ব্যবহৃত হয় বারকোড। কিন্তু অনেকেই জানেন না কি এই বারকোড। কোনো দোকানে গিয়ে প্রতিটি পণ্যের দাম কত তা জানতে পারবেন ক্রেতা। কিন্তু কীভাবে এই বারকোড থেকে পণ্যের রেট পড়া হয় তা অনেকেই জানেন না। বারকোড গুলি একটি নির্দিষ্ট প্যাটার্নে কয়েকটি লাইন নিয়ে তৈরি হয়। প্রতিটি বার কোডে আলাদা আলাদা নম্বর রয়েছে। তাই যেকোনো দোকান বা শপিংমলে গেলে সেখানে বারকোড স্ক্যানার দিয়ে বারকোড স্ক্যান করা হয়। বারকোড থেকে কিভাবে পণ্যের বিষয়ে জানা যায় জেনে নেওয়া যাক।

 'বারকোড' আসলে কী?

'বারকোড' আসলে কী?

এই বিষয়ে জানতে গেলে প্রথমে জানতে হবে বারকোড আসলে কি। বারকোড হল একটি মেশিন রিডেবল কোড, যা সংখ্যা এবং লাইনের বিন্যাসে তৈরি হয়েছে। এটি কয়েকটি সরলরেখা নিয়ে তৈরি।বারকোডে পণ্য সম্পর্কিত সমস্ত তথ্য যেমন দাম, পরিমাণ, উত্পাদনের বছর, উত্পাদনকারী সংস্থার নাম, উত্পাদনের তারিখ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।

বারকোড কত প্রকার?

বারকোড কত প্রকার?

প্রতিটি পণ্যের বারকোড একক। একটি বার কোডের সঙ্গে অন্যটির বারকোড মেলে না। বারকোড একটি আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রদত্ত এবং অনলাইনে তৈরি করা যেতে পারে। বারকোড প্রধানত দুই ধরনের হয়, একটি সাধারণ বারকোড অন্যটি কিউআর কোড। সাধারণ বার কোডে তুলনায় কিউ আর কোডে আরো বেশি তথ্য থাকে।

 কীভাবে কাজ করে 'বারকোড'?

কীভাবে কাজ করে 'বারকোড'?

একটি বারকোডের অনেকগুলি অংশ থাকে, বারকোডেও প্রথম তিনটি সংখ্যা যেকোনো দেশের সম্পর্কে বলে, তারপরের তিনটি সংখ্যা নির্মাতার কোড সম্পর্কে বলে এবং পরের চারটি সংখ্যা পণ্য কোড সম্পর্কে বলে এবং শেষটি একটি চেক সংখ্যা বোঝায়। কম্পিউটারের মতোই বারকোডকে ০ ও ১ ভাষায় ভাগ করা হয়েছে। বারকোডকে ৯৫টি বাক্সে ভাগ করা হয়েছে এবং এতে ১৫টি বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে।

English summary
here is the detail about barcode that how does it works
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X