For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ চিনা সেনার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জুলাই : উত্তরাখণ্ডের চামোলি সীমান্ত দিয়ে চিনা সেনা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। সংবাদমাধ্যমে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন তিনি। [দক্ষিণ চিন সাগর নিয়ে এত লড়াই কেন? কী এর প্রেক্ষাপট, জেনে নিন]

এদিন তিনি জানান, বিষটি অত্যন্ত উদ্বেগের। সীমান্ত এলাকা এতদিন শান্তই ছিল। আমরা নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে বলেও আশাপ্রকাশ করেছেন রহিশ রাওয়াত। ['চিনের প্রাচীরে ধাক্কা', এনএসজিতে ঢোকার রাস্তা আপাতত বন্ধ ভারতের]

উত্তরাখণ্ডের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ চিনা সেনার

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইন্দো-তিবেটান সীমান্ত পুলিশ (আইটিবিপি) গত ১৯ জুলাই, চিনা বাহিনীর অনুপ্রবেশের খবর সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দিয়েছে। [ভারতের মানচিত্র ভুল প্রদর্শন করলে হতে পারে ৭ বছরের জেল, সঙ্গে ১০০ কোটি জরিমানা]

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, চিনা সেনারা সত্যিই অনুপ্রবেশ করেছে কিনা তা নিয়ে আগে নিশ্চিত হতে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের সঙ্গে চিনের ৩৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। চিনা সেনারা অতীতের কয়েকবছরে বহুবার অনুপ্রবেশের চেষ্টা করেছে। গত জুনে অরুণাচল প্রদেশ সীমান্ত দিয়ে চিনা অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে।

যে সময়ে জাতিসংঘের সভায় এনএসজি ইস্যুতে চিন ভারতের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে, সেই সময় বেছে বেছে চিনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এরপর ফের এদিন চিনা অনুপ্রবেশের খবর জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

English summary
Harish Rawat confirms Chinese incursion in Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X