For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাজ্য গুজরাতেই কেন্দ্রের নয়া বিধিতে টান, ট্রাফিক নিয়ম লঙ্ঘনে জরিমানা হয়ে গেল অর্ধেক

অটোমোবাইল শিল্পে মন্দার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী আঙুল তুললেন অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ওলা-উবেরের দিকে। মঙ্গলবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করে সোশাল মিডিয়ায় ট্রোলড হলেন নির্মলা সীতারমন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে নয়া মোটরযান বিধি চালু হয়েছিল দেশজুড়ে। সেখানে নানা বিধি লঙ্ঘনের জন্য ধার্য হয়েছিল মোটা অঙ্কের জরিমানা। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিধি আরোপ করলেও মোদীর নিজের রাজ্যেই জরিমানা অর্ধেক হয়ে গেল। নতুন বিধিব্যবস্থা চালুর ১০ দিনের মধ্যেই গুজরাট সরকার বিরাট অঙ্কের জরিমানা কমাতে বাধ্য হল।

মোদী-রাজ্যেই কেন্দ্রের নয়া বিধিতে টান, জরিমানা হল অর্ধেক

মঙ্গলবার ট্রাফিক বিধি লঙ্ঘনের জন্য জরিমানা প্রায় ৫০ শতাংশ কমিয়েছে গুজরাট সরকার। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নয়া এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন নতুন এই নিয়ম বা জরিমানার অঙ্ক ধার্য হবে ১৬ সেপ্টেম্বর থেকে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিও ডিজিটাল আকারে বৈধ হবে।

কেন্দ্র নয়া মোটরযান বিধি চালু করার পর গুজরাট সরকার যে সব দণ্ড লঘু করেছে, সেগুলি হল-

  • ১) সিটবেল্ট ছাড়াই গাড়ি চালানোর জন্য জরিমানা ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা হয়েছে।
  • ২) বৈধ লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে যে কোনও ব্যক্তিকে কেন্দ্রীয় মোটর যানবাহন আইনের আওতায় পড়তে হবে। ৫০০০ টাকার পরিবর্তে ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে জরিমানা ধার্য করা হবে। দু-চাকা গাড়ির ক্ষেত্রে ২০০০ টাকা জরিমানা করা হবে এবং চার চাকা গাড়ির ক্ষেত্রে ৩০০০ টাকা জরিমানা দিতে হবে।
  • ৩) হেলমেট না পরার জন্য জরিমানা ১০০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০০ টাকা।
  • ৪) অ্যাম্বুলেন্স বা ফায়ার ইঞ্জিনের মতো জরুরি যানবাহন অবরোধ করলে একজন গাড়িচালককে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
  • ৫) তৃতীয় পক্ষের বিমা ব্যতীত গাড়ি চালানোর জন্য একজন গাড়িচালককে প্রথম অপরাধে ২০০০ টাকা জরিমানা এবং পরবর্তী অপরাধে চার হাজার টাকা জরিমানা করা হবে।
  • ৬) রাস্তায় বিপজ্জনকভাবে গাড়ি চালালে সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা করা হবে। তিন চাকার যানের ক্ষেত্রে ১৫০০ টাকা, হালকা মোটরযানগুলির ক্ষেত্রে ৩০০০ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা ধার্য হবে।
  • ৭) দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র ছাড়াই গাড়ি চালালে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
English summary
Gujarat government has reduced penalties for violating traffic rules by about 50%. Chief Minister Vijay Rupani announces the decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X