For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Elections Result 2022: বিজেপির গুজরাত জয়ে নতুন পালক! সংরক্ষিত আসন থেকে জয়ী প্রথম খ্রিস্টান প্রার্থী

Gujarat Elections Result 2022: বিজেপির গুজরাত জয়ে নতুন পালক! সংরক্ষিত আসন থেকে জয়ী প্রথম খ্রিস্টান প্রার্থী

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে (Gujarat Elections Result 2022) বিজেপির (BJP) ঐতিহাসিক জয় নানা বৈশিষ্ট্য সমৃদ্ধ। সংখ্যাতত্ত্বের নিরিখে এই জয় যেমন কংগ্রেসের (Congress) জয়কেও হারিয়েছে, অন্যদিকে এবার বিজেপির জয়ের অংশীদার প্রথম খ্রিস্টান প্রার্থী। গত ২০ বছরের মধ্যে প্রথমবার সংরক্ষিত আসন (Schedule Tribe reserved Seat) থেকে এক খ্রিস্টান প্রার্থীকে দাঁড় করিয়ে সাফল্য পেয়েছে বিজেপি।

চারবারের জয়ী কংগ্রেস প্রার্থী তৃতীয়স্থানে

চারবারের জয়ী কংগ্রেস প্রার্থী তৃতীয়স্থানে

তাপি জেলার ভায়ারার তফশিলি উপজাতি আসন থেকে জয়ী হয়েছেন মোহন কোঙ্কনি। তিনি এই আসনে গত চারবারের কংগ্রেস বিধায়ক পুনাভাই গামিতকে পরাজিত করেছেন। তবে উল্লেখ করা প্রয়োজন বিদায়ী কংগ্রেস বিধায়ক দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেননি। তিনি চলে গিয়েছেন তৃতীয়স্থানে। দ্বিতীয়স্থানে উঠে এসেছেন আম আদমি পার্টির প্রার্থী।

 দুই খ্রিস্টান প্রার্থীর লড়াই

দুই খ্রিস্টান প্রার্থীর লড়াই

এই ভায়ারা আসন থেকে জিতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অমর সিন চৌধুরী। তিনিই দলের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন। সেই আসনে এবার লড়াই ছিল দুই খ্রিস্টান প্রার্থীর। পুনাভাই গামিতের সঙ্গে লড়াইয়ে জিতেছেন মোহন কোঙ্কনি। পুনাভাই গামিত ২০০৪ সালে উপনির্বাচন থেকে শুরু করে পরপর চারবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০০৪ সালে সেই উপনির্বাচন প্রয়োজন হয়েছিল কেননা তৎকালীন সেই আসনের বিধায়ক অমরসিন চৌধুরীর ছেলে তুষার চৌধুরী মাণ্ডভি আসন থেকে লোকসভায় নির্বাচিত হওয়ায় ভায়ারা আসনটি খালি হয়েছিল।

আপের জন্যই কংগ্রেস প্রার্থীর হার

আপের জন্যই কংগ্রেস প্রার্থীর হার

বিজেপি প্রার্থী মোহন কোঙ্কনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপের বিপিন চৌধুরীকে হারিয়েছেন ২২৭৬০ ভোটের ব্যবধানে। মোহন পেয়েছেন ৬৯,০২৪ ভোট আর বিপিন চৌধুরী পেয়েছেন ৪৬,২৬৪ টি ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পুনাভাই গামিত পেয়েছএন ৪৩৭১৮ ভোট। গামিত জয়ের জন্য নিজের কাজের ওপরে নির্ভর করেছিলেন। এছাড়াও এলাকায় তাঁর ট্রাডিশনাল ভোটও ছিল। অন্যদিকে বিজেপিও গুজরাতের পূর্বাঞ্চলে শাসকদলের পরিচালিত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সফলতা দেখিয়ে আদিবাসী ভোট টানতে সফল হয়েছে। অন্যদিকে আপ মাঝখানে ঢুকে গিয়ে পুনাভাই গামিতের পঞ্চমবারের জন্য বিধানসভায় যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

 ভোটে সম্প্রদায়গত বিভাজন

ভোটে সম্প্রদায়গত বিভাজন

ভায়ারা আসনে ভোটার সংখ্যা প্রায় ২.২০ লক্ষের মতো। এর মধ্যে প্রায় ৪০ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন। এছাড়াো এলাকায় গামিত, চৌধুরী এবং কোঙ্কনি সম্প্রদায়ের যথাক্রমে ৮৮ হাজার, ৬৭ হাজার এবং ১৩ হাজার মানুষ রয়েছেন। সেখানকার বেশিরভাগ খ্রিস্টান গামিত, চৌধুরী কিংবা কোঙ্কনি আদিবাসী সম্প্রদায় থেকে ধর্মান্তরিত। এই আসনে ভোট নেওয়া হয়েছিল গত ১ ডিসেম্বর।

Gujarat Elections Result 2022: গুজরাতে 'হাতে'র জয়কে হার মানিয়েছে বিজেপি! বন্ধ কংগ্রেসের 'পরিবর্তন ঘড়ি'Gujarat Elections Result 2022: গুজরাতে 'হাতে'র জয়কে হার মানিয়েছে বিজেপি! বন্ধ কংগ্রেসের 'পরিবর্তন ঘড়ি'

English summary
BJP's First Christian candidate Mohan Konkani wins from reserved seat of Vyara in Gujarat Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X