For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: সংজ্ঞা বদলাচ্ছে অনাবাসীদের, দিতে হবে করও

অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাজেট অধিবেশনে এই অনাবাসী ভারতীয়দের কর প্রদান নিয়ে বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছেন নির্মলা সীতারামন।

Google Oneindia Bengali News

অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাজেট অধিবেশনে এই অনাবাসী ভারতীয়দের কর প্রদান নিয়ে বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন আয়কর যাতে তাঁরা দেন তার জন্য সংজ্ঞা বদলানো হবে অনাবাসী বা এনআরআইদের।

করের আওতায় অনাবাসীরা

করের আওতায় অনাবাসীরা

করের আওতায় আসছে অনাবাসী ভারতীয়রাও। এতোদিন কর দিতে হত না তাঁদের। কাজের সুবাদে তাঁরা এক দেস থেকে অন্যদেশে ঘুরে বেড়াতেন কিন্তু কোনও দেশেই কর দিতেন না। এবার আর সেই সুযোগ তাঁরা পাবেন না। তাঁদের গতিবিধির উপর এবার নজরদারি চালাবে সরকার।

অনাবাসীদের সংজ্ঞা বদলের সিদ্ধান্ত

অনাবাসীদের সংজ্ঞা বদলের সিদ্ধান্ত

সিদ্ধান্ত হয়েছে অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে তাঁদের সংজ্ঞা বদলানো হবে। তারজন্য আয়কর আইনে সংশোধনী আনা হবে। এতোদিন আইন তাঁদের বাঁচিয়ে দিত। কর যাতে দিতে না হয় সেকারণেই অনেক শিল্পপতিই নিজেদের অনাবাসী বলে দাবি করতেন। যার জেরে বিপুল পরিমান অর্থ সরকারের কোষাগারে জমা পড়ত না।

 নতুন আইন

নতুন আইন

আইনে বলা ছিল কোনও ভারতীয় নাগরিক ১৮২ দিন দেশের বাইরে থাকলেই তিনি অনাবাসী হিসেবে বিবেচিত হবেন। কিন্তু নতুন আইনে সংশোধনীতে বলা হয়েছে ২৮০ দিন তাঁদের দেশের বাইরে থাকতে হবে তবেই তাঁরা অনাবাসী বলে বিবেচিত হবেন। এবং ভারত থেকে অন্যদেশে ৭ লক্ষ টাকার বেশি পাঠাতে গেলেই কর দিতে হবে।

English summary
Government going to change defination Of NRI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X