For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলামে উঠছে ভারত পেট্রোলিয়াম, দর কষাকষি সরকারের তরফেও

  • |
Google Oneindia Bengali News

জল্পনা চলছিল অনেকদিন থেকেই। এবার আরও একটু প্রশস্ত হল কেন্দ্রের একাধিক সংস্থার বেসরকারীকরণ অভিযানের রাস্তা। সূত্রের খবর, নিলামে উঠতে চলেছে ভারত পেট্রোলিমায়।

শেয়ার নিলামে তুলছে কেন্দ্র

শেয়ার নিলামে তুলছে কেন্দ্র

শনিবার ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল পরিশোধক সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) ৫২.৯৮ শতাংশ সরাকারি শেয়ার বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এর আগে ভারত পেট্রোলিয়াম সহ মোট ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার।

আয় হতে পারে ৫৪,০৫৫ কোটি টাকা

আয় হতে পারে ৫৪,০৫৫ কোটি টাকা

ওয়াকিবহাল মহলের ধারণা ভারত পেট্রোলিয়ামের অংশিদারিত্ব বিক্রির ফলে কেন্দ্র রাজকোষে ঢুকতে পারে ৫৪,০৫৫ কোটি টাকা। সূত্রের খবর, এদিকে চলতি অর্থ বছরে আর্থিক ঘাটতির হার জিডিপির ৩.৩ শতাংশে বেঁধে রাখার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তীব্র আর্থিক মন্দার জেরে গত বছর থেকেই প্রত্যাশা মতো কর আদায় সম্ভব হয়নি। আর্থিক ঘাটতি সামলাতেই বিলগ্নিকরণে জোর দিচ্ছে কেন্দ্র। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার বিক্রির বিষয়টি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে।

শেয়ারের রদবদল নুমালিগড় তৈল শোধনাগারেরও

শেয়ারের রদবদল নুমালিগড় তৈল শোধনাগারেরও

যদিও এর আগেই নুমালিগড় তৈল শোধনাগারকে বিপিসিএল থেকে আলাদা করে অন্য একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একইসাথে নুমালিগড় তৈল শোধনাগারের ৬১ শতাংশ শেয়ার মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় ১১৪. ৯১ কোটি টাকা বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।

English summary
Government invites tender for Bharat Petroleum to sell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X