For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচবারের বেশি এটিএম ব্যবহারেও টাকা কাটবে না চার ব্যাঙ্ক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বঙ্কু
নয়াদিল্লি, ৭ নভেম্বর: মাসে পাঁচবারের বেশি এটিএম ব্যবহার করলেও গ্রাহকদের থেকে আলাদা মাশুল নেবে না চারটি ব্যাঙ্ক। এরা হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। অন্যান্য ব্যাঙ্কগুলি অবশ্য এই সুবিধা দিচ্ছে না।

চলতি বছরের জানুয়ারি মাসে ব্যাঙ্কগুলির সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) রিজার্ভ ব্যাঙ্ককে পরামর্শ দিয়েছিল যে, যথেচ্ছভাবে এটিএম ব্যবহার বন্ধ হোক। তারা বলেছিল, কারও যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তাদের এটিম পাঁচবার এবং যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, তাদের এটিএম তিনবারের বেশি ব্যবহার করা যাবে না। এর চেয়ে বেশি লেনদেন হলে প্রতিবারে ২০ টাকা করে কেটে নেওয়া হবে। টাকা তোলা ছাড়াও ব্যালান্স যাচাই, মিনি স্টেটমেন্ট নেওয়া, পিন পরিবর্তন ইত্যাদিও গণ্য করা হবে। অর্থাৎ ফিনান্সিয়ালের পাশাপাশি নন-ফিনান্সিয়াল লেনদেনও ধরা থাকবে।

এই সুপারিশ মেনে নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তারা ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছিল এই মর্মে। ঠিক হয়, পয়লা নভেম্বর থেকে চালু হবে নয়া ব্যবস্থা। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের এটিএম মাসে সর্বোচ্চ পাঁচবার ব্যবহার করতে পারবেন। আর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, তাদের এটিম মাসে তিনবার ব্যবহার করতে পারবেন। দেশের ছয়টি মেট্রো যথাক্রমে দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, ব্যাঙ্গালোর ও হায়দরাবাদে শুধু নতুন নিয়ম চালু করার কথা বলা হয়। অন্যত্র এই নিয়ম খাটবে না বলে জানায় রিজার্ভ ব্যাঙ্ক। চলতি মাসের পয়লা তারিখ থেকে বিভিন্ন ব্যাঙ্ক এই নিয়ম চালু করে দিয়েছে।

কিন্তু ভারতীয় স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, তারা এই নিয়ম পুরোপুরি চালু করছে না। তাদের গ্রাহকরা তাই যতবার খুশি এটিএম ব্যবহার করতে পারবেন। অবশ্য এই চারটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি এদের এটিএম ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত সুবিধা পাবেন না। অন্য ব্যাঙ্কের গ্রাহকরা তিনবারের বেশি এদের এটিএম ব্যবহার করলে চার্জ নেওয়া হবে।

English summary
Four banks not implementing RBI directives regarding ATM usage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X