For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশ দিনে পাঁচ লাখ সদস্য, মহারাষ্ট্রে বিহ্বল আপ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
মুম্বই, ১০ জানুয়ারি: ভোজবাজি। ভেলকিবাজি। উল্কাগতি।

মহারাষ্ট্রে আমআদমি পার্টি (আপ) এখন কার্যত এই শব্দগুলির সমার্থক হয়ে উঠেছে। দশ দিনে পাঁচ লক্ষ সভ্য সংগ্রহ করে নজির গড়েছে সদ্যোজাত রাজনীতিক দলটি।

বয়স আট মাসে। এইটুকু অভিজ্ঞতা নিয়ে আমআদমি পার্টি দিল্লির তখত থেকে ছুড়ে ফেলতে পেরেছে কংগ্রেসকে। উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়াল তাই চান, লোকসভা নির্বাচনে বড় দান খেলতে। হিন্দি বলয়ের পাশাপাশি মহারাষ্ট্রকে তাই পাখির চোখ করেছেন তিনি।

আমআদমি পার্টির মহারাষ্ট্র শাখার আহ্বায়ক অঞ্জলি দামানিয়া জানালেন, ১০ দিন আগে তাঁরা সদস্য সংগ্রহে নেমেছিলেন। মানুষের আগ্রহ দেখার মতো। দিল্লির মতো মহারাষ্ট্রেও প্রশাসন দুর্নীতিজর্জর। এই রাজ্যের মানুষ দু'হাত তুলে সমর্থন করছেন দলটিকে। মুম্বই, পুণে তো বটেই, অপেক্ষাকৃত ছোটো শহর যেমন, আকোলা, বুলদানা, জলগাঁও, ভুসাওয়াল, কোলাপুর ইত্যাদি জায়গায় লাইন দিয়ে মানুষ নাম লেখাচ্ছেন আমআদমি পার্টিতে।

অঞ্জলি দামানিয়ার দাবি, জলগাঁওতে তাঁরা অফিস খোলার মতো উপযুক্ত বাড়ি পাচ্ছিলেন না। সেই কথা বলতে অন্তত জনা পঞ্চাশেক গৃহস্থ জানালেন, তাঁরা অন্তত একটা ঘর ছেড়ে দেবেন। এই গৃহস্থের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের কেউ ডাক্তার, কেউ পুলিশ অফিসার, কেউ বা আবার অটোচালক। রাজ্যের বিভিন্ন প্রান্তে অটোচালকরা তাঁদের গাড়িতে রাখছেন অরবিন্দ কেজরিওয়ালের ছবি। ভগবানের ছবির পাশে এই ছবি থাকছে। রোজ ফুল, ধূপ দিয়ে কেজরিওয়ালের ছবিকে পুজো করা হচ্ছে। কোনও রাজনীতিক নেতা এমনভাবে পূজিত হচ্ছেন, এই দৃশ্য সাম্প্রতিক অতীতে দেখেনি মহারাষ্ট্র। অঞ্জলি দামানিয়ার মতো রাজ্য নেতা-নেত্রীদের আশা, লোকসভা ভোটে আমআদমি পার্টি অনায়াসে ধরাশায়ী করবে কংগ্রেস, বিজেপি-কে।

English summary
Five lakh members in ten days, AAP is overwhelmed in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X